ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশ ব্যাংকের কাছে বেসিসের প্রস্তাব

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৩
বাংলাদেশ ব্যাংকের কাছে বেসিসের প্রস্তাব

বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকে দেখা করেন। সফটওয়্যার ও আইটি সার্ভিস শিল্প উন্নয়নে বেশ কিছু প্রস্তাব পেশ করেন।



এসব প্রস্তাবনার মধ্যে ছিল তরুণ আইটি উদ্যোক্তাদের অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা। ই-কমার্স ট্রানজেকশন নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিস্তর (Two-factor) অথেন্টিকেশন ব্যবস্থা চালু করা। সফটওয়্যার আমদানি ও রপ্তানি পদ্ধতি সহজ করা এবং অ্যাপ ও অনলাইন বিজ্ঞাপনের (গুগল, ফেসবুক) জন্য বৈদেশিক মুদ্রা প্রেরণের অনুমতি দেওয়া।

বেসিস নেতৃবৃন্দ এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের গৃহিত বিভিন্ন পদক্ষেপ যেমন ই-কমার্স, মোবাইল পেমেন্ট, ইইএফ, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ইস্যু ছাড়াও বিভিন্ন বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশ ব্যাংক গভর্নর সফটওয়্যার ও আইটি সার্ভিস খাতের উন্নয়নে বেসিসের এসব প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

এ দ্বিপাক্ষিক মতবিনিময় সভায় বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি শামীম আহসান এবং সাবেক মহাসচিব শোয়েব আহমেদ মাসুদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৭৫১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।