ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টক অব দ্য টেক:::

যুক্তরাজ্যে প্রতিদিন ২০ হাজার মোবাইল ফোন হারাচ্ছে!

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০
যুক্তরাজ্যে প্রতিদিন ২০ হাজার মোবাইল ফোন হারাচ্ছে!

যুক্তরাজ্যে প্রতিদিন ২০ হাজার মোবাইল ফোন চুরি হচ্ছে। সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস তাদের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।



সূত্র মতে, গত ১২ মাসে যুক্তরাজ্যের মোবাইল ব্যবহারকারীরা গড়ে ছয়টি করে মোবাইল ফোন হারিয়েছে। কাব এবং বারগুলোতে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার সংখ্যা তুলনামূলক বেশি। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আকর্ষণীয় ভ্রমণ স্থানে বেড়াতে গিয়ে যে পরিমাণ মোবাইল ফোন হারিয়েছে তার মোট সংখ্যা ৭৩ লাখের কম নয়।

মোবাইল ফোন এবং ছোট্ট আকারের ইলেকট্রনিক পণ্যকেন্দ্রিক বীমা সেবাদাতা প্রতিষ্ঠান ‘প্রটেক্ট ইয়োর বাবল ডটকম’ এর মুখপাত্র ইস্টিফেন ইবিত জানান, এ মুহূর্তে মোবাইল ফোন মানুষের অন্যতম বিশ্বস্ত একটি যন্ত্র।

কারণ মোবাইল ফোন ব্যবহারকারীরা শুধু ফোন করা ছাড়াও নিজের অনেক গুরত্বপূর্ণ তথ্য ফোনে সংরক্ষণ করে। তাই মোবাইল হারানোর প্রবণতা বাড়ায় মানুষের ব্যক্তিগত তথ্য অবাধে প্রকাশ পাওয়া শঙ্কাও প্রবল হয়েছে বলে ইবিত উল্লেখ্য করেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।