ভারতে সরকারি কাজে বন্ধ হয়ে যেতে চলেছে ইয়াহু, জিমেইল ছাড়াও বেশ কিছু ইমেইল সেবা। ভবিষ্যতে ব্যবহার হবে একমাত্র ‘এনআইসি.ইন’ ইমেইল পরিসেবা।
এ দপ্তরের সচিব জে সত্যনারায়ণ বলেছেন, আমরা ইমেইল নীতি নিয়ে কাজ করছি। সরকারি কর্মীদের ‘এনআইসি.ইন’ ব্যবহার করতে বলা হতে পারে। আগামী দুমাসের মধ্যে নতুন ইমেইল নীতি চালু হতে পারে।
যদিও এ নতুন নীতির কারণ সম্পর্কে তিনি কিছু পরিষ্কার করে জানাতে চাননি। তবে ধারণা করা হচ্ছে, বিপুল পরিমাণ সরকারি তথ্যের গোপনীয়তা রক্ষা করতেই এ ব্যবস্থা নেওয়া হবে।
নতুন নীতি কার্যকরী হলে সরকারের তরফ থেকে ৫-৬ লাখ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের কাছে সরকারি কাজে শুধু ‘এনআইসি.ইন’ ব্যবহারের দিকনির্দেশনা আসতে পারে।
প্রসঙ্গত, এতদিন অবধি এ বিদেশি সংস্থাগুলোর ইমেইল পরিসেবা ব্যবহার করা হতো সরকারি কাজে। এই ইমেইলগুরোর সার্ভার মূলত বিদেশি। ফলে তথ্যের সুরক্ষার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এ সুরক্ষা জোরদার করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কিছুদিন আগেই ঘটে যাওয়া ‘স্নোডেন’-এর স্বীকারোক্তি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ব্যাপক প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থার এ কর্মী প্রকাশ্যে জানিয়ে দেন, তারা গোপনে ভারত ছাড়াও বিভিন্ন দেশের ইমেইলের ওপর গোয়েন্দা নজরদারি করতেন। এ ঘটনা প্রকাশ্যে আসার পর ভারত সরকারের নেওয়া এ নতুন নীতির পরিকল্পনা খুবই তাৎপর্যপূর্ণ।
বাংলাদেশ সময় ১৯৩৫ ঘণ্টা, সেপ্টম্বর ৪, ২০১৩
টিকে/এসএস/এসএইচ/আরআইএস