ঢাকা: একেবারে বিনামূল্যে স্মার্টফোন দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রসিদ্ধ অনলাইন রিটেইলার প্রতিষ্ঠান আমাজন.কম। খবরটা অবাক করার মতো।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শনিবার এ তথ্য প্রকাশ করেছে। তবে কবে থেকে বিনামূল্যে বিতরণের এ প্রক্রিয়া শুরু হচ্ছে এ ব্যাপারে কিছু জানা যায়নি।
আমাজনের এ উদ্যোগ অ্যাপলের মতো আইফোন বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর কপালে দু:চিন্তার ভাঁজ ফেলতে পারে। আসছে সপ্তাহেই আরও সাশ্রয়ী দামের নতুন আইফোন বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। এ ছাড়া চীনের মতো বৃহৎ স্মার্টফোন বাজার দখলে নেওয়ার নতুন কৌশল নিচ্ছে অ্যাপল।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৩
এইচএ/সাব্বিন হাসান/এসআরএস