ঢাকা: দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন আগামী অক্টোবর মাসের মধ্যেই ঢাকা ও চট্টগ্রামে থ্রিজি মোবাইল ফোন সেবা চালু করতে যাচ্ছে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক সুদ সোমবার সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
তিনি বলেন, আগামী মাসে ঢাকা শহরের বড় অংশ ছাড়াও দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের আগ্রাবাদে থ্রিজি সেবা চালু হবে। এছাড়া গাজীপুর ও নারায়ণগঞ্জে নভেম্বরের মধ্যে ও ডিসেম্বরের মধ্যে ৭টি বিভাগীয় শহরে এবং আগামী বছরের মার্চে দেশের ৬৪টি জেলাতেই থ্রিজি সেবা চালু করা হবে।
থ্রিজি সেবা প্রসঙ্গে বিবেক সুদ বলেন, থ্রিজি সেবা গ্রামীণফোন এবং বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। এদেশ তথ্যকেন্দ্রিক যুগের জন্য তৈরি হচ্ছে এবং সবার কাছে ইন্টারনেট পৌঁছে দিয়ে দেশকে এগিয়ে নিতে সাহায্য করাই গ্রামীণফোনের লক্ষ্য।
গ্রামীণফোন রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আয়োজিত নিলামে ১০ মেগাহার্টজ স্পেকট্রাম (তরঙ্গ) লাভ করে। এই তরঙ্গ নিলামে অংশ নেওয়া অন্য অপারেটরদের দ্বিগুণ। গ্রামীণফোন ছাড়া রবি, এয়ারটেল ও বাংলালিংক থ্রিজি সেবা চালুর লাইসেন্স পেয়েছে। রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক এরইমধ্যে পরীক্ষামূলকভাবে থ্রিজি সেবা চালু করেছে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী জানান, তার অপারেটরের গ্রাহকদের একটি বড় অংশ থ্রিজি সেবা গ্রহণ করবে। থ্রিজিতে যেতে গ্রাহকদের যাতে হয়রানি না হয় সেজন্য তারা সিমলেস ট্রান্সফার চালু করবেন।
গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার তানভির মোহাম্মদ বলেন, যেকোনো অপারেটরের আগেই তারা থ্রিজি সেবা চালু করছেন। এজন্য তারা অনেক আগে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। এখন থ্রিজি যন্ত্রাংশ আনতে বিটিআরসি অনাপত্তি ও অন্যান্য অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে তারা কাজ শুরু করবেন।
তিনি বলেন, ‘বিশ্বের থ্রিজি বিশেষজ্ঞদের একটি বড় অংশ এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে। গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনরের অনেক দেশে থ্রিজি সেবা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। গ্রামীণফোনের বেশকিছু কর্মকর্তা নরওয়ে, সুইডেনে গিয়ে থ্রিজি বিষয়ে হাতে কলমে শিক্ষা নিয়ে এসেছে। সবমিলিয়ে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। ’ আশা করছি গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে সক্ষম হবো।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৩
আইএইচ/এনএস/জিসিপি