মাগুরা: মাগুরায় এলজিইডি মিলনায়তনে ইন্টারনেটের মাধ্যমে টেন্ডার (ই-জিপি) লটারি অনুষ্ঠিত হয়েছে।
টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ই-জিপি চালু হওয়ার পর এটিই জেলার প্রথম বৃহৎ পরিসরে ইন্টারনেটভিত্তিক লটারির আয়োজন।
বৃহস্পতিবার বিকেল ৪টায় লটারি অনুষ্ঠানের উদ্বোধন করেন এলজিইডি মাগুরার নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ নুরুল ইসলাম ও পরিচালনা করেন সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুর রহিম শেখ।
আয়োজকরা জানান, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য সব ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থার প্রচলন করছে। এরই অংশ হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইন্টারনেট ভিত্তিক এ লটারির প্রক্রিয়া ব্যবহৃত হচ্ছে। এর ফলে কোনোপ্রকার টেন্ডারবাজি সম্ভব না।
ফলে, প্রকৃত ঠিকাদাররা দুর্নীতিমুক্তভাবে ঠিকাদারি কাজ পেতে স্বক্ষম হচ্ছেন। বৃহস্পতিবার প্রায় ৪ কোটি টাকার এ টেন্ডার সম্পন্ন হয়। টেন্ডার প্রক্রিয়ায় শতাধিক ঠিকাদার অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৩
পিসি/জেসিকে