ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অনলাইনে আয়ের প্রশিক্ষণ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৩

বাংলাদেশ ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজিতে (বিআইবিএমটি) শুরু হচ্ছে অনলাইনে আয়ের প্রশিক্ষণ কোর্স। তিন মাস মেয়াদী কোর্সটিতে থাকছে ওয়েব ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), অ্যাফিলিয়েটেড মার্কেটিং এবং গুগল অ্যডসেন্স।



এছাড়া বিড করার কৌশল, কাজ পাওয়া ও সম্পন্ন কাজ বায়ারদের অ্যাকাউন্টে জমা দেওয়ার পদ্ধতি, অর্জিত আয় গ্রহণ এ ধরনের প্রাথমিক বিষয়ে হাতে কলমে শেখানোর দায়িত্বে আছেন বিআইবিএমটি’র দক্ষ পেশাদার প্রশিক্ষকরা।

উল্লেখ্য, সফলভাবে কোর্স সম্পন্নকারীরা পরবর্তীতে এ কাজে প্রতিষ্ঠানের সহায়তা পেয়ে থাকে। সঠিক পদ্ধতিতে দক্ষ আউটসোর্সার হতে আগ্রহীরা এ ‘০১৭৬৬৯২৪৭০০’ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবে।

বাংলাদেশ সময়: ০৪২৯ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৩
বিজ্ঞপ্তি/সম্পাদনা: সিজারাজ জাহান মিমি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।