যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিষ্ঠান মাইক্রোসফট ঢাকায় একটি ইনোভেশন সেন্টার স্থাপন করবে। এটি রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে তৈরি করা হবে।
মঙ্গলবার বিসিসি সভাকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় এবং মাইক্রোসফটের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। আইসিটি মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ এবং মাইক্রোসফটের চিফ অপারেটিং অফিসার পুবুদু বাসানায়েক নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে এতে সই করেন।
এ ছাড়াও চুক্তি অনুযায়ী মাইক্রোসফট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা, ড্রিম স্পার্ক, বিজ স্পার্কের মাধ্যমে দেশের আইসিটি খাতে দক্ষ জনবল তৈরিতে সহায়তা করবে।
মাইক্রোসফট আইটি একাডেমি স্থাপন ও হাইটেক পার্ক এবং সফটওয়্যার পার্কের অবকাঠামো আইসিটি অবকাঠামো তৈরি করা হবে। মাইক্রোসফট ইমাজিন কাপ আয়োজনও এ চুক্তি অনুযায়ী অব্যাহত থাকবে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান এবং মাইক্রোফটের দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রেসিডেন্ট জেমি হারপার।
বাংলাদেশ সময় ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান