ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গোপালগঞ্জে বাংলালায়ন ওয়াইম্যাক্সের যাত্রা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৩
গোপালগঞ্জে বাংলালায়ন ওয়াইম্যাক্সের যাত্রা শুরু

গোপালগঞ্জ: উন্নত ইন্টারনেট সেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে গোপালগঞ্জে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে বাংলালায়ন ওয়াইম্যাক্স।

সোমবার দুপুর আড়াইটার দিকে গোপালগঞ্জ পৌরসভার সম্মেলনকক্ষে এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।



সংবাদ সম্মেলনে বাংলালায়ন কমিউনিকেশন লিমিটেডের প্রধান বিক্রয় কর্মকর্তা জি এম ফারুক খান বলেন,  বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জে চতুর্থ প্রজন্মের (ফোর জি) প্রযুক্তি ওয়াইম্যাক্সের বাণিজ্যিক কার্যক্রম শুরু করলো বাংলালায়ন ওয়াইম্যাক্স।

এর মাধ্যমে দেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস রেমিটেন্স অর্জনসহ শিক্ষা, সংস্কৃতি, কৃষি এবং অর্থনৈতিক উন্নয়নে  এ অঞ্চলের মানুষ আরও বেশি অবদান রাখতে পারবেন।

প্রধান সমন্বয় কর্মকর্তা আজাহার এইচ চৌধুরী বলেন, বাংলালায়ন গোপালগঞ্জবাসীকে উন্নত ও দ্রুততম ইন্টারনেট সেবা প্রদানে বদ্ধপরিকর। বর্তমানে জেলা শহরে আমাদের নেটওয়ার্ক রয়েছে। শিগগিরই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো বাংলালায়নের নেটওয়ার্কের আওতায় আনা হবে বলে তিনি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির জেনারেল ম্যানেজার (সেলস) ফয়সাল বিন রাফেক, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিলার অ্যান্ড ডিস্ট্রিবিউশন) মো. রিফাত হুসাইন, সিনিয়র ম্যানেজার (কর্পোরেট সেলস) খন্দকার হাফিজুর রহমান, মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার সৈয়দ নাসিম, রিজিওনাল সেলস ম্যানেজার জহির উদ্দিন খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৩
এমজেড/এসআর/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।