ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ক্লিক ইনসাইড :

ডিজিটাল তথ্যভান্ডারে রক্ত দাতাদের তথ্য

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১
ডিজিটাল তথ্যভান্ডারে রক্ত দাতাদের তথ্য

সঠিক সময়ে প্রয়োজনীয় রক্ত না পাওয়ায় অনেককেই বিপদে পড়তে হয়। তাছাড়া ডেঙ্গুসহ অনেক চিকিৎসায় তাৎক্ষণিক রক্তের প্রয়োজন হয়।

জরুরী চিকিৎসার সময় রোগীর রক্ত নিশ্চিত করার উদ্দেশ্য ৬৪টি জেলার জন্য ভিন্ন ভিন্ন রক্তদাতাদের ডিজিটাল তথ্য ভান্ডার তৈরি করা হচ্ছে।

আগ্রহী রক্তদাতারা blood.com.bd এ ওয়েবসাইটে গিয়ে নিজেদের তথ্য পূরণ করে এ পরিবারের সদস্য হতে পারেন। রক্তদাতা এবং গ্রহীতার মধ্যে খুব দ্রুত যোগাযোগে আছে শক্তিশালী সার্চ ইঞ্জিন। এর মাধ্যমে ৬৪টি জেলা ও ৮টি গ্র“পের ব্ল্যাড ডোনারদের খোঁজ খুব দ্রুতই পাওয়া যাবে।

এছাড়াও রক্ত এবং রক্তরোগ সংশ্লিষ্ট ডিসকাশন ফোরামে যে কেউ অগ্রিম ডোনারদেরকে তার প্রয়োজনের কথা জানিয়ে রাখতে পারবেন। এ সাইটে রক্তদাতারা নিজেদের তথ্য নিজেরাই আপডেট করতে পারবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪৩৮, জানুয়ারি ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।