ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ওএলএক্স-টপ অব মাইন্ড চুক্তি সই

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৩
ওএলএক্স-টপ অব মাইন্ড চুক্তি সই

বিশ্বের শীর্ষস্থানীয় অনলাইন ক্লাসিফাইড প্রতিষ্ঠান ওএলএক্স ইনকরপোরেশন তাদের মিডিয়া এওআর সলিউশন প্রোভাইডর হিসেবে টপ অফ মাইন্ডকে দায়িত্ব দিয়েছে। সূত্র এ তথ্য দিয়েছে।



প্রসঙ্গত, ২০০৬ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত ওএলএক্স বিশ্বের ১০৬টিরও বেশি দেশে ৪০টি ভাষায় তার অনলাইন কার্যক্রম পরিচালনা করছে।

চুক্তি অনুযায়ী, ওএলএক্স বাংলাদেশের এজেন্সি অব রেকর্ড হিসেবে টপ অফ মাইন্ড টিভি, প্রিন্ট, অনলাইন, রেডিও এবং আউট-অব-হোম এ তাদের দক্ষতা কাজে লাগাবে। এওআর হিসেবে ওএলএক্স বাংলাদেশের জন্য বিশেষ স্ট্র্যাটেজিক মিডিয়া প্ল্যানিং ও বায়িং সল্যুশন দেবে টপ অব মাইন্ড।

এ কার্যক্রমে ওএলএক্স ইনকরপোরেশনের সিএফও অ্যারিয়েল লেবোউইটস এবং টপ অব মাইন্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার জিয়াউদ্দীন আদিল নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তি সই করেন।

বাংলাদেশ সময় ২২৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।