ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসছে নকিয়ার সাবেক কর্মীদের তৈরি ‘জোলা’

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৩
আসছে নকিয়ার সাবেক কর্মীদের তৈরি ‘জোলা’

নকিয়ার সাবেক কর্মীদের উদ্যোগে তৈরি ‘জোলা’ হ্যান্ডসেটটি অবশেষে বাজারে দেখা দিচ্ছে ২৭ নভেম্বর। মিগো প্রকল্পের এসকল কর্মীরা নকিয়া ছেড়ে আসার পর হ্যান্ডসেট বানোনোর সিদ্ধান্ত নেয়।

এটিই তাদের প্রথম হ্যান্ডসেট, গত মে মাসে যেটি জনসম্মুখে প্রথম আসে। তথ্য মতে, হ্যান্ডসেটটি জোলা নামেই পরিচিত। টুইটারে দেওয়া তথ্য অনুযায়ী, ২৭ তারিখ থেকে ‘ফাস্ট কাম ফাস্ট সার্ভ’ হিসেবে ফিনল্যান্ডে স্থানীয় ডিএনএ নেটওয়ার্কের মাধ্যমে এর বিক্রি শুরু হবে। তবে প্রি অর্ডার গ্রাহকদের অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন।  

জোলা ফোনে যা থাকছে-৪.৫ ইঞ্চি কর্নিং গোরিলা গ্লাসে আইপিএস পর্দায় ৯৬০ বাই ৫৪০ পিক্সেল,
পেছনে ৮ এমপি আর সামনে ২ এমপি ক্যামেরা, ১.৪ গিগাহার্জ ডুয়্যাল কোর কুয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, ১ জিবি র‌্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সাথে মাইক্রোএসডি কার্ড স্লট। সংযোগ সুবিধায় ব্লুটুথ ৪.০, জিপিএস, ওয়াই-ফাই, ফোরজি, এনএফসি। এছাড়া আছে নকিয়ার হিয়ার ম্যাপিং সার্ভিস।

১৪১ গ্রাম ওজনের হ্যান্ডসেটটির দৈর্ঘ্য ১৩১, চওড়া ৬৮, বেধ ১০ মিমি. এবং ব্যাটারি ২১০০ এমএএইচ। দাম ৪০০ ইউরো যা ভারতীয় রুপিতে পড়বে ২৮ হাজার ৫’শ।

ইঙ্গিত-উপযুক্ত ‘সেইলফিশ’ অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি। সেইলফিশ হলো নকিয়া ফোনে অসফল মিগো’র নতুন রুপ। এছাড়া ওএস’টিতে অ্যান্ড্রয়েড অ্যাপস সুদৃঢ় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।