তরুণ উদ্যোক্তারাই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। স্থানীয় উদ্যোক্তাদের সম্বর্ধনা দিতে ঢাকায় অনুষ্ঠিত বিশ্ব উদ্যোক্তা সপ্তাহের কর্মসূচিতে বেসিস সভাপতি এ কথা বলেন।
প্রসঙ্গত, ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ আয়োজন চলবে ২৪ নভেম্বর অবধি। এ কর্মসূচিতে বেসিস ছাড়াও স্টার্টআপব্যাসবিডি, বিডিটেক সোশ্যাল, সেতু সংগঠনের যৌথ উদ্যোগে এটি বাস্তবায়িত হচ্ছে।
‘সফল উদ্যোক্তা হবার উপায়’ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন তথ্যউপাত্ত তুলে ধরে আরও বলেন, তরুণ উদ্যোক্তা তৈরিতে বেসিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উদ্ভাবক ও কাজের সুযোগ সৃষ্টিকারীদের জন্য গ্লোবাল এন্টারপ্রেনিয়রশিপ উইক শীর্ষক সপ্তাহব্যাপী এ বৃহৎ সম্বর্ধনার আয়োজন।
এরই মধ্যে যেসব উদ্যোক্তা জীবনের জন্য নানান উদ্ভাবনীমূলক ধারণা, অর্থনৈতিক সমৃদ্ধি ও মানুষের কল্যাণে কাজ শুরু করেছেন তাদের জন্য এ কর্মসূচি সুফল বয়ে আনবে। সপ্তাহব্যাপী এ আয়োজনে আছে আলোচনা, কর্মশালা এবং নেটওয়ার্কিং। শতাধিক তরুণ উদ্যোক্তা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময় ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান