এয়ারটেল বাংলাদেশ দেশের তৈরি পোশাক খাতের অন্যতম প্রতিষ্ঠান অনন্ত গ্রপের সঙ্গে একটি চুক্তি সই করেছে। অনন্ত গ্রপের গুলশান কার্যালয়ে এ চুক্তি সই হয়।
এ চুক্তির আওতায় এয়ারটেল বাংলাদেশ এখন থেকে অনন্ত গ্রুপকে বিশ্বমানের ভয়েস কল, ব্ল্যাকবেরি সার্ভিস এবং আকর্ষণীয় টুজি ও থ্রিজি ইন্টারনেট প্যাকেজে সহায়তা করবে।
এ অনুষ্ঠানে চুক্তিপত্র হস্তান্তর করেন এয়ারটেল বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার রাজনিশ কওল এবং অনন্ত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শরীফ জহির।
এ সময় উপস্থিত ছিলেন অনন্ত গ্রুপের এইচআর, কম্পল্যায়েন্স, ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর চৌধুরী আবদ আল্লাহ কাসিদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) শেখ মনির এবং এয়ারটেল বাংলাদেশের হেড অব করপোরেট অ্যান্ড এসএমই সেলস মো. আদিল হোসেন ও করপোরেট সেলস হেড রেজাউল আমিন সোহেল।
বাংলাদেশ সময় ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান