দেশে টেকনো ব্র্যান্ড লেনোভোর ‘এস৬০০০’ মডেলের ট্যাবলেট পিসি পাওয়া যাচ্ছে। এটি অ্যানড্রইড জেলিবিন ৪.২ মোবাইল অপারেটিং সিস্টেম প্লাটফর্মের ১.২ গিগাহার্টজ এমটি৮১২৫ কোয়াড কোরপ্রসেসর চালিত ট্যাবলেট পিসি।
এ ট্যাবলেট পিসিতে আছে থ্রিজি মোবাইল ডেটা বা ইন্টারনেট এবং ফোন কলের সুবিধা। এ ছাড়াও আছে ১০.১ ইঞ্চির ১২৮০ বাই ৮০০ পিক্সেল রেজ্যুলেশনের মাল্টিটাচ আইপিএস ডিসপ্লে, যার ভিউয়িং অ্যাঙেল ১৭৮ ডিগ্রি, এক জিবি র্যাম এবং ১৬ জিবি ডেটা স্টোরেজ ডিভাইস।
বিনোদন সংযোগে আছে ডুয়্যাল ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, জিপিএস, জি-সেন্সর ফাংশন, ডুয়্যাল স্টেরিও স্পিকার, মাইক্রো-এইচডিএমআই ও মাইক্রো-ইউএসবি ইন্টারফেস, মাইক্রো-এসডি কার্ড রিডার সুবিধা।
এ ট্যাবলেট পিসিতে একটানা সর্বোচ্চ ৯ ঘণ্টা ওয়াইফাই ব্রাউজিং সুবিধা পাওয়া যায়। এ মুহূর্তে দাম ২৭ হাজার টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ ট্যাব পাওয়া যাবে।
বাংলাদেশ সময় ২২৪৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান