অ্যাপল অ্যাপ স্টোরে এখন অ্যাপসের সংখ্যা ১০ লাখের বেশি। বাজার পর্যবেক্ষণে পাওয়া নতুন সংখ্যার হিসাবে বিভাগটিতে অ্যাপল অ্যাপস স্টোর এগিয়ে।
২০০৮ সালের জুলাইয়ে অ্যাপল ১০ লাখ ৪০ হাজার অ্যাপসের অনুমোদন দেয়। চলতি বছরের জুনে ৫০ বিলিয়ন অ্যাপ ডাউনলোডে অ্যাপলের আরেক বিজয় আসে। যে সময়টায় সেখানে মাত্র ৯ লাখ অ্যাপলিকেশন ছিল। তথ্য সুত্র বলছে, গত ছয় মাসে অ্যাপ স্টোরে ১ লাথের বেশি অ্যাপ যুক্ত করে অ্যাপল। আরও জানানো হয় বর্তমানে অ্যাপ স্টোরে অ্যাপ ডাউনলোডের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬০ বিলিয়ন যা ক্রমেই বেড়ে চলছে।
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৩