ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১০৫ ইঞ্চির ‘আলট্রা এইচডি টিভি’ সিইএস’তে

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৩
১০৫ ইঞ্চির ‘আলট্রা এইচডি টিভি’ সিইএস’তে

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত এবারের কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০১৪’তে দেখা যাবে বিশ্বের প্রথম ‘আলট্রা এইচডি টিভি’। ১০৫ ইঞ্চির বক্রাকার পর্দার বিশালাকার এ টিভি আনছে কোরিয়ান জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠান স্যামসাং।

চলতি বছরের আইএফএ ২০১৩’তে তারা অগ্রসর প্রযুক্তির ‘আলট্রা এইচডি টিভি’ প্রদর্শন করেছিল।

তবে স্যামসাং’র পরিকল্পনা নিয়ে চলছে সমালোচনা। দক্ষিণ কোরিয়ার অপর ইলেকট্রনিক্স নির্মাতা এলজি প্রথমে ১০৫ ইঞ্চির ‘আলট্রা এইচডি টিভি’ আনার ইচ্ছার কথা প্রকাশ করে। বর্তমানে স্যামসাংও একই পণ্য প্রকাশ করবে বলে খবর রটেছে। ধারণা মতে, প্রতিদ্বন্দীতার লক্ষ্যে স্যামসাং একই পথে হাটছে।  

পণ্যটি সম্পর্কে দেওয়া তথ্য মতে, যে কোনো দিক থেকে অধিক স্বচ্ছ উজ্জল ছবি এছাড়া উপভোগকারী সর্বাধিক ভাল টিভি দেখার আনন্দ নিতে পারবে। এ টিভিতে ‘কুয়াডমেটিক পিকচার ইঞ্জিন’ থাকায় ‘ইউএইচডি-লেভেল পিকচার’ পদ্ধতিতে এর যাবতীয় কনটেন্ট প্রেরণ হয়। এর অন্যতম বৈশিষ্ট্য ১১ মিলিয়ন পিক্সেল, ৫১২০ বাই ২১৬০ রেজ্যুলেশনে পাওয়া যাবে আউটপুট।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ২২ ডিসেম্বর, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।