গ্যালাক্সি এসফাইভ, স্যামসাং’র আসন্ন স্মার্টফোন। আকর্ষনীয় রঙিন টাইলসে পণ্যটির ইউআই ফিচারের ছবি এখন অনলাইনে।
এদিকে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস যতই এগিয়ে আসছে পণ্যটির নতুন চমক আসছে সামনে। তথ্য মতে, এ ইভেন্টে এসফাইভ উন্মুক্তের সম্ভাবনা আছে।
উল্লেখ্য, ইভিলিকসের ছাড়া প্রদর্শিত ইন্টারফেস ফিচারগুলো হলো স্পোর্টস রেজাল্ট, কন্টাক্ট মেসেজ, ফ্লাইট আপডেট, ফিটনেস মনিটর, ম্যাপস এবং স্থানীয় সব ইভেন্ট সম্পর্কিত।
আই টেক সম্পর্কে লি ইয়াং হি যদিও বলেছিলেন এ প্রযুক্তির বিশাল সংখ্যক গ্রাহক তাদের। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রযুক্তিটি পর্যবেক্ষণ করছে তারা। কিন্তু সত্যিই গ্যালাক্সি ফাইভএস’তে এটি দেওয়া হবে কিনা তা নিশ্চিত করেনি।
এছাড়া অন্যসব প্রতিবেদনে বলা হয়েছে ১৬ এমপি ক্যামেরা, ৩জিবি র্যাম, ৪ হাজার এমএএইচ ব্যাটারি এবং মেটাল আর প্লাস্টিকের দুটি ধরনে আসছে গ্যালাক্সি এসফাইভ।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪