ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এবারে আইফোন ৬, স্ক্রিন ৪.৮ ইঞ্চি

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪
এবারে আইফোন ৬, স্ক্রিন ৪.৮ ইঞ্চি

নতুন বছর মানেই আইফোন ভক্তদের নতুন প্রত্যাশার শাখা-প্রশাখা ছড়াতে শুরু করে। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না।

আসছে সেপ্টেম্বরেই অ্যাপল নতুন আইফোন মডেল-৬ অবমুক্ত করবে।

আর মূল স্ক্রিন হচ্ছে ৪.৮ ইঞ্চি। এরই মধ্যে এ অবয়বকে চূড়ান্ত করেছে অ্যাপল। সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্ব বাজারে অ্যাপল গত বছর দুটি সিরিজের আইফোন উন্মোচন করেছে। একটি আইফোন ৫। অন্যটি ৫সি। তবে দুটি মডেলেই হতাশ করেছে অ্যাপল ভক্তদের। আইফোন ৫সি মডেল নিয়ে নানামুখী অভিযোগ জমা পড়েছে অ্যাপলের কাছে।

এখন তাই পরের মডেল নিয়ে আলোচনায় চাঙ্গা হচ্ছে অ্যাপল। এবারের মডেল আইফোন ৬। এরই মধ্যে আইফোন ৬ মডেলের অবয়ব পরিকল্পনা নির্ধারণ করেছে অ্যাপল। সঙ্গে আছে ওয়াই-ফাই (৮০২.১১এসি) তারহীন সংযোগ সুবিধা। আগের যেকোনো মডেল ছাড়াও সবশেষ আইফোন ৫, ৫এস, ৫সি মডেলের তুলনায় ২০ ভাগ বেশি।

এ পরিকল্পনায় নতুন আইফোনের স্ক্রিন হচ্ছে ৪.৮ ইঞ্চি। চীনের আইফোন উৎপাদন কারখানায় নতুন পণ্য তৈরির অর্ডার জমা পড়ছে। এ বছরের সেপ্টেম্বর মাসকে লক্ষ্য করে পণ্য তৈরির সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করেছে অ্যাপল।

নতুন আইফোন তৈরির প্রয়োজনীয় খুচরা পণ্য নিয়ে দরদামও গুছিয়ে এনেছে অ্যাপল খুচরা পণ্য সরবরাহকারীরা। তা ছাড়া আইফোন ৬ মডেলের দাম ৪৫০ থেকে ৬০০ ডলারের মধ্যেই সীমাবদ্ধ রাখার কথাও জানা গেছে।

তবে আইফোন ৬ মডেলের সম্ভাব্য বাজারে আসার সময়ে ৮ কোটি ৫০ লাখ আইফোন ৫এস/সি ভোক্তা নতুন করে আইফোন আপডেট করতে পারবেন। এ ছাড়াও আইফোন ৫এস/সি মডেল প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় লাখো আইফোন ভক্ত এ মডেল কেনা থেকে সরে আসেন। এমন মুখ ফিরিয়ে নেওয়া ভক্তের সংখ্যা ৫০ লাখ থেকে ১ কোটি। গবেষণা সূত্রে এসব তথ্য জানা গেছে।

শুরুতে আইফোন ৫সি নিয়ে অ্যাপলের প্রত্যাশা তুঙ্গে থাকলেও এখন এর উৎপাদন ৩ কোটি থেকে কমিয়ে আপাতত দেড় কোটি করা হয়েছে।

বিশ্বের নির্ভরযোগ্য কয়েকটি গণমাধ্যম বলছে, আসন্ন আইফোন ৬ মডেলের ডিসপ্লে ৪.৮ ইঞ্চি পর্দার হবে। এ তথ্যেকে নির্ভরযোগ্য বলে জানিয়েছেন পণ্য বিশ্লেষক মিন চি ক্যুও। তা ছাড়া ধীরে ধীরে ৬ ইঞ্চির পর্দার দিকেই এগোচ্ছে আইফোন। আর তারই ধারাবাহিকতায় এবার আইফোনের চিরচেনা পর্দায় ২০ ভাগ বাড়তি স্ক্রিন জুড়ে দেওয়া হচ্ছে।

অতীতের মতো অ্যাপল এখনই এ বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে পরের মডেল আইফোন ৬ কি না তা প্রায় নিশ্চিত হয়ে গেছে। তবে বাজার বিশ্লেষকের অনেকেউ মনে করছেন এ বছর জুন মাসেও আইফোন ৬ মডেল বাজারে আত্মপ্রকাশের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

বাংলাদেশ সময় ২১০২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।