নানা সুবিধার দারুণ সব স্মার্টফোন এখন ব্যবহারকারীদের হাতে হাতে। ইন্টারনেট সংযোগযুক্ত এসব স্মার্টফোন এখন এক-একটি শক্তিশালী ডিভাইস।
উল্লেখযোগ্য অ্যাপস তালিকায় ফেসবুক, টুইটার, বাংলা ডিকশনারি, হোম রিমিডিয়াস, নাসা, ট্রিপ অ্যাডভাইজার, উইকিপিডিয়া, ক্লিন মাস্টার, বাংলা কারেন্সি কনভার্টার, বাংলা ক্যালকুলেটর, বাংলা রেসিপি, ক্যালোরি কাউন্টার, অ্যাংরি বার্ড, রেপ্লিকা আইল্যান্ড, রেড স্টোন, কল ব্লকার, অ্যাপস লক, এভারনোট, ডাবল টুয়িস্ট মিউজিক প্লেয়ার, স্লিপবট, ফেসবুক পেজেস ম্যানেজার, ফোরস্কায়ার, জিমেইল, অপেরা মিনি, ফেসবুক ম্যাসেঞ্জার, ভাইবার, ইন্সটগ্রাম, স্ট্রিমজু, স্কাইপের মত সব অ্যাপস রয়েছে। এগুলোর সবই বিনামূল্যে ব্যবহারযোগ্য। এছাড়া প্রতিটি অ্যাপসের বিস্তারিত বর্ণনাসহ ডাউনলোড লিংকও রয়েছে। অ্যাপসগুলো বর্তমানের প্রচলিত প্রায় সব প্ল্যাটফর্মের উপযোগী।
ঘরে বসেও www.rokomari.com/nhasive ঠিকানায় অথবা সরাসরি ১৬২৯৭ নম্বরে ফোন করে বইটি সংগ্রহ করা যাবে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৪