ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউজার গাইড :

ইমেইলে ক্লাউড প্রিন্ট সুবিধা নিয়ে আসছে গুগল!

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১
ইমেইলে ক্লাউড প্রিন্ট সুবিধা নিয়ে আসছে গুগল!

গুগল উদ্ভাবিত ক্লাউড প্রিন্ট সুবিধা এখন বাস্তবায়নের অপেক্ষায়। এরই মধ্যে গুগল ‘ক্লাউড প্রিন্ট’ সেবার পরীক্ষামূলক (বেটা) সংস্করণ উন্মোচন করেছে।

সূত্র এ তথ্য জানিয়েছে।

এ মুহূর্তে পরীক্ষামূলক এ সেবা মোবাইলভিত্তিক ডকুমেন্ট এবং জিমেইল মোবাইল ওয়েব অ্যাপলিকেশনে ব্যবহারযোগ্য। তবে এ মুহূর্তে শুধু ইংরেজি ভাষায় এ সেবা পাওয়া যাবে।

এ সেবা ভোক্তারা স্মার্টফোন এবং মোবাইল ফোনের মাধ্যমে ভ্রাম্যমাণ অবস্থায় যে কোনো জরুরি ফাইলের প্রিন্টের নির্দেশ দিতে পারবেন সহজেই।

গুগলের ক্লাউড প্রিন্ট পরীক্ষামূলক সেবা শুধু এইচটিএমএল৫ সংস্করণ সমর্থন করে। উল্লেখ্য, অ্যাপলের এয়ারপ্রিন্ট প্রযুক্তির আর্র্বিভাবের পরই আইওএস পণ্যেয় গুগল এ সেবার প্রচারণা চালায়।

গত এপ্রিলে ক্লাউড প্রিন্ট সেবার ঘোষণা দেয় গুগল। তখন ওয়েব, ডেস্কটপ এবং মোবাইল ফোননির্ভর সেবা হিসেবে এটি পরিচিত হয়। ভোক্তারা ক্লাউড সার্ভারের প্রিন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে ডেস্কটপ এবং মোবাইল ফোনের ডকুমেন্টের প্রিন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। আগ্রহীরা  www.google.com/cloudprint এ সাইটে বিস্তারিত তথ্য পাবেন।

উল্লেখ্য, ভ্রাম্যমাণ যে কোনো অবস্থানে ভোক্তারা নির্দিষ্ট প্রিন্টারে সংশ্লিষ্ট নিদের্শ দিতে পারবেন। আর প্রিন্ট নির্দেশটি সংগ্রহ না করা পর্যন্ত তা নির্দেশদাতার জন্য সুরক্ষিত থাকবে।

গুগল ক্লাউডপ্রিন্ট উন্নয়ক দলের অন্যতম সদস্য টেলর ওডিয়ান জানান, গুগল ডকস থেকে যে কোনো ডকুমেন্ট কিংবা জিইমেইল থেকে ইমেইল খুলে তাৎক্ষণিক মোবাইল ব্রাউজার থেকে প্রিন্টের নির্দেশ দেওয়া যাবে।

এজন্য মাউসের ডানপাশের ড্রপডাউন মেন্যু থেকে প্রিন্ট কমান্ড দিতে হবে। এছাড়াও প্রিন্টের আওতায় ইমেইলভুক্ত ফাইলগুলোকে (যেমন পিডিএফ, ডক ফাইল) সরাসরি প্রিন্ট নির্দেশ দেওয়া সম্ভব।

এ মুহূর্তে গুগল ক্লাউড প্রিন্ট সেবা শুধু মোবাইল ফোনভিত্তিক প্ল্যাটফর্মে ব্যবহারযোগ্য। আর এজন্য মোবাইল ব্রাউজারটি এইচটিএমএল৫ সংস্করণ সমর্থিত হতে হবে। এ সেবা গুগল ডকস এবং জিমেইল অন্তর্ভুক্ত ফাইলগুলোতে পাওয়া যাবে।

উল্লেখ্য, অ্যাপল আইওএস ৩.০ সংস্করণ সমর্থিত পণ্যেয় এ প্রিন্ট সেবা প্রযোজ্য। এছাড়াও অ্যানড্রইড ২.১ সংস্করণভুক্ত যে কোনো স্মার্টফোনে ক্লাউড প্রিন্ট সুবিধা পাওয়া যাবে।     

এরই মধ্যে সেবাটি গুগল ক্রোমের বেটা সংস্করণে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও গুগল ক্রোম সমর্থিত উইন্ডোজ এক্সপি, সেভেন এবং ভিসতায় এ সেবা ব্যবহারযোগ্য। অচিরেই ম্যাক এবং লিনাক্সেও এ সেবা পাওয়া যাবে।

ক্লাউড প্রিন্ট সেবায় গুগল এবং অ্যাপলের স্নায়ু যুদ্ধটা ভালোই জমে উঠেছে। গুগলের ক্লাউড প্রিন্ট এবং অ্যাপলের এয়ার প্রিন্ট এ প্রতিযোগিতারই বার্তাবাহক।

এ ধরনের প্রিন্টের চাহিদা এখন ব্যাপক বলে বিশ্লেষকরা জানান। এখন শুধু ইংরেজি ভাষায় এ সুবিধা পাওয়া যাবে। অচিরেই অন্য ভাষায়ও এ প্রিন্ট সুবিধা উন্মুক্ত করা হবে বলে গুগল সূত্র জানিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ২২৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।