ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এক্সবক্স ওয়ানকে হারালো পিএসফোর

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪
এক্সবক্স ওয়ানকে হারালো পিএসফোর

গত বছরের নভেম্বরে গেমের জগতে প্রবেশ করে সনির প্লেস্টেশন ফোর। গেমপ্রেমীদের অতি প্রিয় পণ্যটির নতুন সংস্করণ নিয়ে জাপানি প্রতিষ্ঠানের আগাম অনেক ধারণাই ছিল।

সম্প্রতি সমস্ত অনুমান, প্রত্যাশাকে ছাপিয়ে আরো উপরে উঠেছে প্লেস্টশন ফোর। তথ্য মতে, প্রায় আড়াই মাসে পিএসফোর বিক্রি হয়েছে ৫৩ লাখ। এমনকি শক্ত প্রতিদ্বন্দী মাইক্রোসফটের এক্সবক্স ওয়ানকে হারিয়েছে এটি।  

 

সনির ঘোষণা মতে, এ ফেব্রুয়ারি পর্যন্ত ৫.৩ মিলিয়ন পিএসফোর বিক্রি হয়েছে। আর যে সাফল্যের ঘোষণা এসেছে ২২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির নিজ দেশে কাঙ্খিত পিএসফোর প্রকাশকে সামনে রেখে।

 

আগামী মার্চ মাসের শেষ নাগাদ ৫ মিলিয়ন এবং বছর শেষে আনুমানিক ১০ মিলিয়ন বিক্রি হবে পিএসফোর এমন ধারণা ছিল প্রতিষ্ঠানের।

 

এ বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত সারাবিশ্বে এক্সবক্স ওয়ান বিক্রির পরিমান ৩.৯ মিলিয়ন। অন্যদিকে নিনতেনদোর উই ইউ বিক্রির পরিমান ৬ মিলিয়ন। ২০১২ সালের নভেম্বরে উই ইউ আসে বাজারে।

 

 সনির এ সাফল্যের পেছনে রয়েছে একইভাবে গুণগত মানের দিকটা বজায় রাখা। যা চরম প্রতিদ্বন্দীপূর্ণ গেমের বাজারেও পণ্যটিকে টিকিয়ে রাখতে সক্ষম করছে।

 

গত বছর যুক্তরাজ্যের প্রধান গেম শিল্প প্রতিষ্ঠান ইউকেআইই ঘোষণা দেয় পিএসফোর বিগত সময়ের সমস্ত অর্জনকে ম্লান করে যাবে।  

 

যুক্তরাজ্যের বাজারে সনির এ গেমিং পণ্যের জনপ্রিয়তা শুরু থেকেই। সবসময়ই দ্রুত বিক্রিত পণ্য এটি। জানুয়ারিতে দেশটিতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে পিএসফোর।

 

সনি কম্পিউটার এন্টরটেইনমেন্ট গ্রুপের সিইও এবং প্রেসিডেন্ট অ্যান্ড্র হাউস বলেন বিক্রির এ সংখ্যা তাকে বিস্মিত করেছে।

 

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।