ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মৌলিক তথ্য সেবা বিনামূল্যে দেওয়া হবে: জুকারবার্গ

. | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪
মৌলিক তথ্য সেবা বিনামূল্যে দেওয়া হবে: জুকারবার্গ

বার্সেলোনা, স্পেন থেকে: ফেসবুকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মার্ক জুকারবার্গ বলেছেন, মানুষের মৌলিক তথ্য সেবা বিনামূল্যে দিতে কাজ করা হচ্ছে। খাদ্যদ্রব্যের দাম, আবহাওয়া, উইকিপিডিয়ার মতো নিত্যপ্রয়োজনীয় সব তথ্য বিনামূল্যে দিতে একটি পার্টনারশিপের মাধ্যমে কাজ করা হচ্ছে।

একইসঙ্গে নিজের প্রতিষ্ঠানের সদ্য কেনা হোয়াটসঅ্যাপ প্রসঙ্গে জুকারবার্গ বলেন, ফেসবুক এটি কিনলেও এই অ্যাপসটির প্রধান ফাংশনে তেমন কোনো পরিবর্তন আসবে না।

সোমবার সন্ধ্যায় বার্সেলোনায় চার দিনব্যাপী ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসের প্রথম দিন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুকারবার্গ বলেন, ফেসবুক যেমন মানুষ বিনামূল্যে ব্যবহার করে, তেমনি মানুষের মৌলিক তথ্যও বিনামূল্যে দেওয়া হবে।

তিনি বলেন, বর্তমানে বিশ্বে ১০০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। এই সংখ্যাকে ৫ থেকে ১০ বছরের মধ্যে দ্বিগুণে উন্নীত করতে কাজ করা হচ্ছে।

২৯ বছর বয়সী জুকারবার্গ এ প্রসঙ্গে ফিলিপাইনের উদাহরণ টেনে বলেন, এখানে ডাটা ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। সহজে সব সমস্যা দূর করা হয়েছে। খাদ্যমূল্যও উইকিপিডিয়ায় পেতে হবে। সব বেসিক চাহিদা মেটাতে কাজ করতে একটি টিম দরকার।

এর আগে জুকারবার্গের বক্তৃতা শুনতে ফিরা বার্সেলোনার ৪ নম্বর হলে শতশত প্রযুক্তিপ্রেমী ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করেন। বিশাল লাইনে দাঁড়িয়েও তাদের কোনো ক্লান্তি ছিল না। হলটিতে আসন ছিল দেড় হাজার।

তবে যারা সরাসরি ওই হল রুমে ঢুকে তার বক্তৃতা শুনতে পারেননি তাদের বাইরে বড় পর্দার ব্যবস্থা করা হয়েছিল। তারা দুধের সাধ অন্তত ঘোল দিয়ে মেটানোর সুযোগ পেয়েছিলেন। এই সেশনে পরিচালনা করেন খ্যাতনামা প্রযুক্তি সাংবাদিক ও লেখক ডেভিড কারপ্যাট্রিক।

এদিকে, সোমবার বার্সেলোনার সময় সকাল ৯টায় চার দিনব্যাপী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে বক্তব্য রাখেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ফ্রেডরিক বাকসাস। বাকসাস ছাড়াও সিংটেলের গ্রুপ সিইও চুয়া সক কং, আরব আমিরাতের মোবাইল অপারেটর ইতিসালাত’র সিইও আবদুল করিম জুলফার ও আমেরিকা টেলিকমের সিইও ড্যানিয়েল হাজ বক্তব্য রাখেন। এই পর্বে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন গ্লোবাল সিস্টেম ফর মোবাইল অ্যাসোসিয়েশন (জিএসএমএ) মহাপরিচালক অ্যানি বোভারত।  

প্রযুক্তি বিশ্বের বৃহৎ আয়োজন এবং মোবাইল বিশ্বের সর্ববৃহৎ আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৪ নিয়ে মুখরিত ফুটবল তারকা লায়নেল মেসির শহর বার্সেলোনা।

বিশ্বখ্যাত সব প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানরা মোবাইল কংগ্রেসে যোগ দিয়েছেন। চার দিনব্যাপী এই আয়োজনের বিভিন্ন সেশনে তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত এসব রথি-মহারথিদের মধ্যে মধ্যে রয়েছেন ফেসবুকের ফাউন্ডার ও সিইও মার্ক জুকারবার্গ, আইবিএম’র সিইও ভার্জিনিয়া রমেটি, ফোর্ড মোটর কোম্পানির প্রেসিডেন্ট (ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা) স্টিফেন টি ওডেল প্রমুখ।

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসকে কেন্দ্র করে প্রায় ৮০ হাজার বিদেশি অতিথির পদচারণায় মুখরিত বার্সেলোনা। শুধু অতিথি নয়, পুরো অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে এখানকার অধিবাসীদের মধ্যে।



বার্সেলোনার বাসিন্দাদের কাছে ফুটবল হচ্ছে ভালোবাসা আর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস তাদের জন্য গর্বের একটি বিষয়। ২০০৬ সাল থেকে বার্সেলোনা প্রযুক্তি বিশ্বের সর্ববৃহৎ এই আয়োজনটি চমৎকারভাবে সম্পন্ন করে আসছে। এজন্য এরই মধ্যে খ্যাতি কুড়িয়েছে সাগর পাড়ের এই ব্যস্ত নগরী।

বিশ্ব মোবাইল বাজারের রাজধানী হিসেবে খ্যাত বার্সেলোনায় চারদিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের ২২০টি দেশের কয়েক হাজার প্রযুক্তি বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের অপারেটর, মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান, কনটেন্ট প্রোভাইডারসহ মোবাইল শিল্প সংশ্লিষ্টরা অংশ নিয়েছেন।

বিশ্বব্যাপী মোবাইল ফোন ব্যবহারকারীদের নতুন প্রযুক্তি হাতের নাগালে নিয়ে আসতে বিভিন্ন সুযোগ নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন দেশের অপারেটর এবং প্রযুক্তি-পণ্য প্রস্তুতকারীদের পুরস্কার দেওয়া হবে। সেরা মোবাইল সেবা প্রদানকারী, সেরা মোবাইল হ্যান্ডসেট ও ডিভাইস, সেরা অ্যাপস, সেরা মোবাইল প্রযুক্তিসহ ৮টি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হবে। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে মঙ্গলবার।

জিএসএমএ'র পক্ষ থেকে স্পেনের বার্সেলোনাকে ঘোষণা দেওয়া হয় বিশ্ব মোবাইল বাজারের রাজধানী হিসেবে।

নতুন নতুন স্মার্টফোন, ট্যাবলেট পিসি, হাইব্রিড ডিভাইস আর নতুন ধরনের মোবাইল অপারেটিং সিস্টেম, প্রযুক্তির উপস্থিতিতে জমজমাট হয়ে উঠবে এই আয়োজন। ৭০,৫০০ বর্গফুট এলাকা জুড়ে আয়োজিত মেলায় প্রযুক্তি বিশ্বের কাছে নানান চমক নিয়ে হাজির হচ্ছেন সংশ্লিষ্টরা। বিশাল এলাকা জুড়ে দেড় হাজারের মতো স্টল নিয়ে মেলার আয়োজন করা হয়েছে।

সারাবিশ্বের বড় বড় সব মোবাইল অপারেটর, নির্মাতারা অংশ নিচ্ছেন এই মেলায়। অন্যবারের মতো এবারের আয়োজনে থাকছে নতুন নতুন স্মার্টফোন, ট্যাবলেট পিসিসহ অন্যান্য মোবাইল ডিভাইস এবং অ্যাকসেসরিজ। নতুন অনেক প্রযুক্তিও প্রদর্শিত হয়েছে এই আয়োজনে। চমকজাগানো এই প্রদর্শনীতে অংশ নিয়েছে বিশ্বের বড় বড় প্রায় সব মোবাইল নির্মাতাই।

**জুকারবার্গের বক্তৃতা শুনতে শত শত মানুষের দীর্ঘ লাইন

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।