স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) চিকন গড়নের ৭ ইঞ্চির ট্যাবলেট প্রদর্শন করেছে হুয়াওয়ে।
‘মিডিয়াপ্যাড এক্সওয়ান’ নামের এ ট্যাবের অন্যতম দুটি বৈশিষ্ট্য লেড ফ্ল্যাসসহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং প্রতিষ্ঠানের নিজস্ব কুয়াড কোর সিপিইউ।
অন্য বৈশষ্ট্যিগুলো-৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, মাইক্রোএসডি কার্ড স্লট, ৫ হাজার এমএএইচ ব্যাটারি, সিপিইউ ১.৬ গিগাহার্জ কুয়াড কোর এবং ৠাম ২ জিবি। অ্যান্ড্রয়েডের লেটেষ্ট ভার্সন ৪.২.২ জেলি বিনে চলা ট্যাবটিতে ফোন ফাঙ্কশনও রয়েছে। এ মুহূর্তে ট্যাবটির দাম এবং বাজারে আসা সম্পর্কে কোনো তথ্য দেয়নি চীনের এ নির্মাতা।
এদিকে বাজার বিশ্লেষকরা বলছে, তথ্যপ্রযুক্তির বৃহৎ এ আসরে বিশ্বের খ্যাতনামা চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে দেশটির হয়ে প্রতিনিধিত্ব করছে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪