ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সফট বিট :.

দেশে অনলাইন ডাটা স্টোর স্থাপন করবে বন্ড টেকনোলজিস

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১
দেশে অনলাইন ডাটা স্টোর স্থাপন করবে বন্ড টেকনোলজিস

ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য নিরাপত্তার বিকল্প নেই। ব্যক্তি থেকে করপোরেট সবাই চায় তথ্যের সুনিশ্চিত সংরক্ষণ এবং নিরাপত্তা।

এর কারণ বিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট প্রবাহের ধীরগতি ডিজিটাল তথ্য নিরাপত্তা ব্যবস্থাকে ক্রমেই ঝুঁকিপূর্ণ করে তুলছে।

এর ফলে মূলধন থাকা সত্ত্বেও অনেক তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান এখনও অনলাইন ডাটা ‘স্টোরেজ অ্যান্ড ব্যাকআপ’ সেবায় বিশ্বমান এবং বড় বিনিয়োগ নিয়ে এগিয়ে আসছে না।

এ মুহূর্তের ব্যবসায়ি প্রতিষ্ঠানগুলো নিজেদের তথ্য সংরক্ষণ ও নিরাপত্তায় আকারের সার্ভার ব্যবহার করছে। এছাড়া সিডি বা ডিভিডিতে প্রয়োজনীয় ফাইল রেকর্ড করে রাখছে। কিন্তু দূর্ঘটনাবশত অফিসের ডাটা ডিস্কগুলো হারিয়ে বা নষ্ট হয়ে যেতেই পারে।

একটি তথ্যবহুল ডাটা ফাইল হারিয়ে বা নষ্ট হয়ে গেলে বড় আকারের ক্ষতির মুখে পড়তে হয় ব্যবসা প্রতিষ্ঠানটিকে। এসব বিষয় বিবেচনা করে বন্ড টেকনোলজিস প্রথমবার বাংলাদেশে নিয়ে এল ‘অনলাইন ডাটা ব্যকআপ এবং স্টোরেজ সার্ভিস’।

উল্লেখ্য, বন্ড টেকনোলজিস প্রায় ৫ লাখ গিগাবাইট সমৃদ্ধ অনলাইন স্টোরেজ নিয়ে যাত্রা শুরু করেছে । বন্ড টেকনোলজিসে সংগৃহীত ব্যাকআপের মূল অংশটি থাকবে সিঙ্গাপুরে ইকুইনিক্স ডাটা সেন্টারে। এখানে গুগলও তাদের ডাটা সংরক্ষণ করে থাকে।

এছাড়াও সংগৃহীত ব্যাকআপের আরেকটি অংশ থাকবে যুক্তরাষ্ট্রের ডাটা সেন্টারে। তবে বন্ড টেকনোলজিস চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশেই নিজস্ব এবং স্বয়ংসম্পূর্ণ ডাটা সেন্টার গড়ে তোলার। এখানে সংগৃহীত ডাটাগুলোর আরেকটি অংশ সংরক্ষণে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।

বন্ড টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক আখতার মুসা জানান, শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অন্য সব প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় বিশ্বমানের সেবা দেওয়া গেলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আর এম এ রশিদ সানজিদ বলেন, এ মূহূর্তে ডাটা ব্যাকআপ ও স্টোরেজ সেবা যে কোনো প্রতিষ্ঠানের মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত। আর এ চাহিদা পূরণেই কারিগরি সহায়তা করছে বন্ড টেকনলজিস।

বাংলাদেশে ডাটা সেন্টার প্রতিষ্ঠার প্রসঙ্গে আর এম এ রশিদ সানজিদ বাংলানিউজকে বলেন, ১৬ ডিগ্রি তাপমাত্রার ২০০ স্কয়ার ফিট একটি জায়গায় ৫০০ টেরাবাইট অনলাইন ডাটা স্টোর স্থাপন করা সম্ভব।

এ মুহূর্তে প্রতি এক গিগাবাইট অনলাইন ডাটা স্টোরের জন্য মাসিক ৩০ টাকা সেবাব্যয় দিতে হচ্ছে। কিন্তু বাংলাদেশে ডাটা স্টোর স্থাপন করা সম্ভব হলে এ সেবাব্যয় ৭ টাকা করা সম্ভব হবে বলে তিনি জানান।

কবে নাগাদ এ অনলাইন ডাটা স্টোর স্থাপন করা সম্ভব হবে এ প্রসঙ্গে আর এম এ রশিদ সানজিদ বাংলানিউজকে বলেন, ২০১১ সালের ডিসেম্বর নাগাদ দেশেই অনলাইন ডাটা স্টোর প্রতিষ্ঠা করা সম্ভব। এ বিষয়ে সিঙ্গাপুর থেকে কারিগরি সহায়তাও পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে কৌশলগত পরামর্শের জন্য আগ্রহীরা [email protected] এ সাইটে ইমেইল করতে পারবেন। অনুসন্ধানে : বন্ড টেকনোলজিস, বাড়ি-৭১, রোড-১১, বি ব্লক, বনানী, ঢাকা-১২১২। হ্যালো : ০১৬৭৫ ৬০০৮২৫।

বাংলাদেশ স্থানীয় সময় ২১৫৬, জানুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।