ঢাকা: প্রযুক্তিপ্রেমীদের জন্য রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হয়েছে ‘সিটি আইটি ফেয়ার ২০১৪’। মেলায় সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে কম্পিউটার যন্ত্রাংশসহ নতুন প্রজন্মের প্রযুক্তি।
বুধবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নতুন প্রযুক্তির খোঁজে নানা বয়সী শত শত প্রযুক্তিপ্রেমী ভিড় জমায় কম্পিউটার মেলায়।
আইটি ফেয়ারে আরো চলছে আইটি গেমিং প্রতিযোগিতা। চারটি টুর্নামেন্টে পাঁচ শতাধিক প্রতিযোগির মধ্যে বিজয়ীদের হাতের তুলে দেওয়া হবে ৭০ হাজার টাকার উপহার সামগ্রী।
এছাড়াও কুইজ প্রতিযোগিতার পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা।
মেলার সহযোগী প্রতিষ্ঠান আমব্রেলা ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক এম বাসিতুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রতি বছরের মতো এবারও গিগাবাইট আইটি মেলার আয়োজন করেছে। মেলায় বেশি সাড়া পাওয়া যাচ্ছে গেমস-এ। পাঁচ শ’র বেশি প্রতিযোগী অংশ নিয়েছে গেমস-এ।
২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। সমাপনী দিনে বিকেল পাঁচটায় প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৪