গ্যালাক্সি এস ফাইভের নতুন সংস্করণ প্রকাশের বিষয়ে কোরিয়ান জায়ান্ট স্যামসাং’র কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন প্রতিষ্ঠানের সিইও জে. কে শিন। কোরিয়ান ওয়েবসাইট kbench.com তথ্যটি প্রকাশ করে।
গত সপ্তাহে অ্যান্ড্রয়েডসেন্ট্রাল ডট কমের প্রতিবেদনে বহু অপেক্ষার এস ফাইভের উন্নত ভার্সন সম্পর্কে জানানো হয় পর্যাপ্ত বৈশিষ্ট্য এবং মেটাল বডিতে আসছে গ্যালাক্সি এস ফাইভ। এছাড়া ফোরকে ডিসপ্লে রাখা হচ্ছে এতে। যেহেতু বর্তমান পণ্যটি বেশিরভাগ প্রযুক্তি কৌতুহলীদের চাহিদা পুরণে সক্ষম হয়নি।
উল্লেখ্য, সিইও নিশ্চিত করেই জানিয়েছে এ বছর পর নতুন গ্যালাক্সি নোট স্মার্টফোন উন্মুক্ত করবে স্যামসাং।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪