ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিসিএস নির্বাচনে বিবিঅ্যান্ডবি প্যানেলের জয়

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪
বিসিএস নির্বাচনে বিবিঅ্যান্ডবি প্যানেলের জয়

কম্পিউটার ব্যবসায়ীদের জাতীয় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০১৪-১৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশের সেমিনার হলে গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন।

 

এ নির্বাচনে  মোট ৭ টি পদে প্রতিদ্বন্দীতা করেন ১৩ জন। যার মধ্যে বেটার বিজনেস অ্যান্ড বিসিএস (বিবিঅ্যান্ডবি) প্যানেলের ৭ সদস্যের ৬ জনই নির্বাচিত হয়েছেন। প্যানেলের  এ এইচ এম মাহফুজুল আরিফ  ( ৪১৯),  এ টি শফিক উদ্দীন আহমেদ (৪০৫), কাজী শামছুদ্দীন আহমেদ (৪০২), মজিবুর রহমান (৩৬৯), নজরুল ইসলাম (৩৩৫) ও আলী আশফাকের প্রাপ্ত ভোট সংখ্যা (৩৩৫) । এছাড়া ৩৩৭ ভোট পেয়ে স্বতন্ত্রভাবে বিজয়ী হয়েছেন এস এম ওয়াহিদুজ্জামান ।

একইদিন বিসিএসের ৮ টি শাখার মধ্যে শুধু যশোর শাখার নির্বাচন হয়। এ শাখায় ১১ জন প্রার্থীর মধ্যে নির্বাচিত হয়েছেন ৭ জন। আর  অন্য ৭ শাখায় ৭ জন করে প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দীতায় তাদের কমিটি সদস্য নির্বাচিত করা হয়।

বিসিএসের ৭৩৪ জন ভোটারের মধ্যে ৫৯৮ জন ভোট প্রদান করে এ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করেছে। আজ বিসিএসের প্রধান কার্যালয়ে নির্বাচিত এ  ৭ জনের মধ্যে কার্যনির্বাহী কমিটির পদবন্টনের নির্বাচন হবে।

বাংলাদেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।