বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) মিলনায়তনে ডাচ ও বাংলাদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে দুই দিনব্যাপী বিটুবি ম্যাচমেকিং বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপ-বাংলাদেশ টেকনোলোজি সামিট ২০১৪’র অংশ হিসেবে দ্বিপাক্ষিক বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১০ থেকে ১৪ মার্চ জার্মানীর হ্যানোভারে অনুষ্ঠিত সিবিট আইটি মেলায় বেসিসের অংশগ্রহণের মধ্য দিয়ে ইউরোপ-বাংলাদেশ টেকনোলোজি সামিটের যাত্রা শুরু । গত ১৭ ও ১৮ মার্চ ডেনমার্কের কোপেনহ্যাগেনে, ২০ মার্চ নরওয়ের অসলোতে এবং সর্বশেষ ঢাকায় সেমিনার ও বিটুবি ম্যাচমেকিং বৈঠকের মধ্য দিয়ে ইউরোপ-বাংলাদেশ টেকনোলোজি সামিট ২০১৪ সম্পন্ন হয়।
এ কার্যক্রমের মাধ্যমে দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডাচ প্রতিনিধিরা। এছাড়া উভয় দেশের প্রতিনিধিরা মনে করছে তাদের বৈঠক ফলপ্রসু হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৪