ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিআইআইটি’তে ইউকে প্রতিনিধি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৪
ডিআইআইটি’তে ইউকে প্রতিনিধি

এনসিসি এডুকেশন, যুক্তরাজ্যের একাডেমিক সাপোর্ট ম্যানেজার নাজলিন আবদুল করিম সোমবার তথ্যপ্রযুক্তি-ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) পরিদর্শন করেন। শিক্ষার্থী, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শিক্ষকদের সাথে বৈঠক এবং প্রতিষ্ঠানের অবকাঠামো পরিদর্শন করেন তিনি।

এসময় ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, উপ পরিচালক সামসুদ্দীন আহাম্মেদ, মো: শাহ নেওয়াজ মজুমদারসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে এনসিসি প্রতিনিধি ডিআইআইটি’র আইটি প্রোগ্রাম মান সম্পন্নভাবে পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, ডিআইআইটিতে পরিচালিত বিআইটি প্রোগ্রামের সিলেবাস, পরীক্ষা ও সার্টিফিকেট এনসিসি এডুকেশন, ইউকে প্রদান করে থাকে।  

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।