ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সফটএক্সপো আপডেট :.

ভিওআইপি আউটসোর্সিং সেবায় রিভ সিস্টেমস সেমিনার

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১১
ভিওআইপি আউটসোর্সিং সেবায় রিভ সিস্টেমস সেমিনার

ঢাকার চলছে বেসিস আয়োজিত সফটওয়্যার প্রদর্শনী। এবারের প্রদর্শনীর তৃতীয় দিনে ‘ভিওআইপি শিল্পে আউটসোর্সিং সম্ভাবনা’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে রিভ সিস্টেমস।

আয়োজক সূত্র এ তথ্য জানিয়েছে।

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলতি সফটএক্সপোতে ‘আউটসোর্সিং অপরচুনিটি ইন ভিওআইপি ইন্ডাস্ট্রি’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সম্মেলন কেন্দ্রের ‘উইডি টাউন’ হলে বিকেল ৩টায় এ সেমিনার অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে দু’ঘণ্টাব্যাপী এ সেমিনারে অংশগ্রহণের জন্য দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের দু’শতাধিক শীর্ষস্থানীয় ব্যক্তি নিবন্ধন করেছেন। সুত্র এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, এ সেমিনার শেষে ঘণ্টাব্যাপী উন্মুক্ত মতবিনিময়ের সুযোগ রাখা হয়েছে।

এ সেমিনারে উপস্থিত থাকবেন ‘টাটা টেলিসার্ভিসেস ইন্ডিয়া’র সাবেক সভাপতি সুকান্ত দে, বিজনেস ম্যাগাজিন গ্রুপের (ডাটাকোয়েস্ট, ভয়েস অ্যান্ড ডাটা, ডিকিউ উইক, ডিকিউ চ্যানেলস অ্যান্ড ভয়েস অ্যান্ড ডাটা কানেক্ট) সম্পাদক ইব্রাহিম আহমেদ, অগ্নি সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম, টেকনোহ্যাভেন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ এন করিম।

ভিওআইপি পণ্যসেবা এবং কৌশলগত এ গুরুত্বপূর্ণ সেমিনারটি সঞ্চালন করবেন রিভ সিস্টেমস এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল হাসান।

উল্লেখ্য, ভিওআইপি (ভয়েস ওভার ইন্টার প্রোটোকল) সেবা তথ্যপ্রযুক্তি খাতের জন্য সবচেয়ে সম্ভাবনাময় বলে বিশ্লেষকরা মনে করছেন।

এটি আউটসোর্সিং পদ্ধতিতেও করা সম্ভব বলে দেশে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে। এর ফলে দেশের প্রযুক্তিভিত্তিক পেশজীবীদের ব্যাপক কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।

এরই মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় আউসোর্সিং তালিকাভুক্ত ৩০টি দেশের মধ্যে জায়গা করে নিয়েছে। এছাড়াও ভিওআইপি সেবাও পুরোপুরি উন্মুক্ত হয়ে যাচ্ছে।

ফলে আউটসোর্সিং আর ভিওআইপি সেবার সমন্বিত বিনিয়োগের এ সুসময়কে কাজে লাগাতে এ সেমিনারটি সংশ্লিষ্টদের পরিকল্পনায় বিশেষ সহায়তা করবে বলে আলোচক সূত্র জানিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯১৯, ফেব্রুয়ারি ২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।