ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসুস ভিএ প্যানেলের মনিটর বাজারে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৪
আসুস ভিএ প্যানেলের মনিটর বাজারে

স্থানীয় প্রযুক্তিপণ্যের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড এনেছে বিশ্বখ্যাত আসুসের ভিএন২৮৯কিউ মডেলের ভার্টিকেল অ্যালাইনমেন্ট (ভিএ) প্যানেলের মনিটর। ১৮ ইঞ্চির অত্যাধুনিক এ মনিটরে বিশেষ বৈশিষ্ট্য ফ্লিকার ফ্রি, ভিভিড পিক্সেল এবং আসুস এসপ্লেন্ডিড ভিডিও ইন্টিলিজেন্স প্রযুক্তি যা চোখের জন্য আরামদায়ক এবং স্বচ্ছ দৃষ্টিনন্দন ছবি প্রদান করে।

ব্যবহারকারী ১৭৮ ডিগ্রী কোণ থেকে বিস্তৃত ছবি দেখতে পারবে। পর্দার রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০, পিক্সেল ০.৩২ মিমি., রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড।

স্মার্টফোন, ট্যাব পিসির ব্যাটারি চার্জ এছাড়া মোবাইল গেম বা মুভি সরাসরি মনিটরে উপভোগের জন্য রয়েছে মোবাইল হাই ডেফিনেশন লিঙ্ক পোর্ট। অন্যান্য সুবিধার মধ্যে বিল্ট ইন স্টেরিও স্পিকার, এইচডিএমআই পোর্ট, ডিসপ্লে পোর্ট, ডিভিআই-ডি পোর্ট, ভিজিএ পোর্ট, অডিও ইন/আউট থাকছে।

‘ভিএন২৮৯কিউ’ মনিটরটির দাম পড়বে ৪২ হাজার টাকা। আরো জানতে “০১৭১৩২৫৭৯৩৮”।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।