তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষন করেছে। পৃথিবীব্যাপী সুপরিচিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহ ব্যাপক উৎসাহ নিয়ে বাংলাদেশে আসছে।
তাই বাংলাদেশের দারিদ্র দূরীকরণ ও অর্থনৈতিক অগ্রগতি অর্জনে প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। রাজধানীর আগারগাঁওয়ে তথ্যপ্রযুক্তি বিভাগের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদের সঙ্গে এক বৈঠকে চীনের রাষ্ট্রদূত মি. লিজুন এসব কথা বলেন।
বৈঠকে মি. লিজুন বাংলাদেশের তথ্যপ্রযুক্তির উন্নয়নে ভূয়সী প্রসংশা করে এ খাতের আরও উন্নয়ন ঘটাতে উভয় দেশের সম্পৃক্ত হওয়ার ব্যাপারে প্রস্তাব দেন। প্রতিমন্ত্রী তার প্রস্তাবে পূর্ণসমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, বাংলাদেশে তথ্যপ্রযুক্তির বিকাশে গৃহীত নতুন সব কর্মসূচীতে চীন সরকার সার্বিক সহযোগিতা করবে বলে জানান চীনা রাষ্ট্রদূত। বৈঠকে এছাড়া চীন সরকারের সহযোগিতায় বাস্তবায়নাধীন ’ইনফো সরকার প্রকল্পের’ কার্যক্রম ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহ্মেদ, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মুস্তাফা কামাল উদ্দিন, ইনফো সরকার প্রকল্পের প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম, বিসিসির পরিচালক জাবেদ আলী, সরকার ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবদুল বারী।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪