ঢাকা: গ্রামীণ সলিউশনস লিমিটেড ও ডেনমার্কের প্রযুক্তি জায়ান্ট কোডার্সট্রাস্ট যৌথ উদ্যোগের ঘোষণা দিয়েছে।
এর মাধ্যমে সংস্থা দুটি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে বিশ্বমানের দক্ষ তরুণ প্রযুক্তিবিদ তৈরিতে একসঙ্গে কাজ করবে।
ডেনমার্কের রাজধানী কোপেনহেগে সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ দুটি কোম্পানি তাদের নতুন উদ্যোগের ঘোষণা দেয়।
এ সময় সেখানে সামজিক যোগাযোগ মাধ্যম স্কাইপের সহউদ্যোক্তা স্যার রিচার্ড ব্রানসনসহ ৫০০ ব্যবসায়িক উদ্যোক্তা ও নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গ্রামীণ সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আহমদ ও কোডার্সট্রাস্টের প্রধান নির্বাহী ফার্দিনান্দ জেরর্ফ এ যৌথ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
কোডার্সট্রাস্ট মূলত ডেনমার্ক উন্নয়ন কর্পোরেশনের সহায়তাপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান, যারা দীর্ঘদিন ধরে উন্নয়নশীল দেশগলোতে দারিদ্র্য বিমোচনের মাধ্যমে প্রবৃদ্ধি অব্যাহত রাখার ক্ষেত্রে ভূমিকা রাখছে।
প্রতিষ্ঠানটি মনে করে, কোনো দেশের দারিদ্র্য বিমোচনে বেসরকারি খাতের নতুন উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ বিষয়।
কোডার্সট্রাস্টের প্রধান নির্বাহী ফার্দিনান্দ জেরর্ফ বলেন, বাংলাদেশের শক্তিশালী গ্রামীণ সলিউশনসের সঙ্গে নতুন এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমাদের এই নতুন উদ্যোগের লক্ষ্য হচ্ছে- প্রযুক্তির ক্ষেত্রে উৎসাহী তরুণদের উন্নত শিক্ষা দিতে চাই; যারা চাকরির বাজারে নিজেদের কর্মসংস্থানের পথকে সুগম করবে।
বাংলাদেশের মতো বিভিন্ন দেশ থেকে গ্রামীণ সলিউশনসের সহযোগিতায় আমরা মেধাবী তরুণদের এই উদ্যোগে যুক্ত করবো। তাদের অনলাইনে প্রশিক্ষণ ছাড়াও আর্থিক সহযোগিতাও করা হবে। এতে করে প্রযুক্তি বাজারে তারা অনেক বেশি ও ভালো বেতনের চাকরি পাবে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মর্টির লুন্দ বলেন, গ্রামীণ সলিউশনস ও কোডার্সট্রাস্ট শক্তিশালী অংশীদার। তাদের এই উদ্যোগ অনেক বেশি সম্ভাবনাময়। গ্রামীণ সলিউশনসের সহযোগিতায় আমরা এমন একটি পদ্ধতি তৈরি করতে চাই, যেখানে বিশ্ব প্রযুক্তি বাজারের জন্য এক ঝাঁক মেধাবী তরুণ নিজেদের দক্ষ করে গড়ে তুলবে।
তিনি বলেন, এই তরুণরাই আগামী দিনের প্রযুক্তিনির্ভর শ্রমশক্তিকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে।
গ্রামীণ সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আহমদ বলেন, গ্রামীণ সলিউশনস ও কোডার্সট্রাস্টের মধ্যে একটি ভালো মেলবন্ধন তৈরি হয়েছে। এই দুটি প্রতিষ্ঠানই দারিদ্র্য বিমোচন ও উদ্যমী তরুণদের এগিয়ে নিয়ে যাওয়ার পথের বাধাগুলো দূর করতে চায়। এতে করে তরুণরা আরো বেশি স্বাধীনভাবে সৃজনশীল হবে। এ ছাড়াও তারা নিজেরা আর্থিকভাবে লাভবান হবে।
কোডার্সট্রাস্ট একটি মূলধনী প্রতিষ্ঠান, যারা প্রযুক্তিখাতে বিনিয়োগ করে থাকে, উন্নয়নশীল দেশগুলোতে স্বল্প ব্যয়ে প্রযুক্তি সেবা দেয়।
কোডার্সট্রাস্টের মূলনীতি হচ্ছে- স্বল্পব্যয়ে মানসম্মত প্রযুক্তি সেবা পৌঁছে দেওয়া। এছাড়াও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গতিশীল করে তরুণদের আউটসোর্সিংসহ নানা ধরনের শিক্ষা দিয়ে থাকে।
অপরদিকে, নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূস ১৯৯৯ সালে গ্রামীণ সলিউশনস লিমিটেড প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি সফটওয়্যার, ক্লাউডসার্ভিস, মোবাইল অ্যাপ্লিকেশনসহ প্রযুক্তিখাতের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে।
প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে গ্রামীণ সলিউশনস বিশ্বের নামিদামি বিভিন্ন জায়ান্ট প্রতিষ্ঠানের সঙ্গে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪