ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টেলিযোগাযোগ নীতিমালায় সংশোধনী আনা হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪
টেলিযোগাযোগ নীতিমালায় সংশোধনী আনা হবে টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী

ঢাকা: টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, শিগগিরই টেলিযোগাযোগ নীতিমালায় সংশোধনী আনা হবে। শুধু তাই নয় টেলিযোগাযোগ খাতের উন্নয়নেও উদ্যোগ নেওয়া হবে।

   

বুধবার সচিবালয়ে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সদস্যদের সঙ্গে সাক্ষাতে তিনি একথা বলেন।

টেলিযোগাযোগ সচিব আবু বকর, টিআরএনবি’র সভাপতি আব্দুল্লাহ মামুন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক মাজহারুল আনোয়ার খান শিপুসহ সংগঠনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।  
 
মন্ত্রী বলেন, বর্তমানে ভিওআইপি’র অবৈধ ব্যবসা ৭০ শতাংশ কমে গেছে। রাষ্ট্রায়ত্ব মোবাইল অপারেটর টেলিটক ও বিটিসিএল-এ শ্রমিক অসন্তোষ নেই। মহাখালীতে বিটিসিএল এর হাজার হাজার কোটি টাকার সম্পদ বেদখলে ছিল। তা উদ্ধার করা হয়েছে।

টেলিযোগাযোগ সচিব আবু বকর সিদ্দিক বলেন, বিটিসিএলকে কিভাবে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পারি সেই উদ্যোগ নেওয়া হয়েছে। কিভাবে এই খাতের আরো উন্নয়ন করা যায় যেসব নিয়েও কাজ করা হচ্ছে।

১৯৯৮ সালে সরকার প্রথম টেলিযোগাযোগ নীতিমালা তৈরি করে। পরবর্তীতে ২০০১ সালে টেলিযোগাযোগ আইন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।