ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩৮ জন পেলো বিআইটিএম’র ‘ওওপি ডটনেট’ সনদ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪
৩৮ জন পেলো বিআইটিএম’র ‘ওওপি ডটনেট’ সনদ

বেসিস  ইন্সটিটিউট  অব  টেকনোলজি  অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইটিএম) অবজেক্ট  ওরিয়েন্টেড  প্রোগ্রামিং (ওওপি ডটনেট) এর ৪৫ তম প্রশিক্ষণ ব্যাচ শেষে শনিবার ৩৮ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
 
ওওপি ডটনেট’র  প্রশিক্ষক  জহিরুল  আলম  তাইমুন  এবং  বিআইটিএম’র প্রজেক্ট  ডিরেক্টর মোহাম্মাদ কামরুজ্জামান  সনদ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

এর আগে বক্তারা বিআইটিএম’র প্রশিক্ষণের লক্ষ্য, উদ্দেশ্য এবং সনদপত্র প্রাপ্তদের সঙ্গে তাদের ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, দেশের  সফটওয়্যার  ও  তথ্য  প্রযুক্তি  খাতে  জনবল  তৈরির লক্ষ্যে বিআইটিএম  এপর্যন্ত ওওপি ডটনেটের ৪৫টি ব্যাচে প্রায় ১৫০০ জনকে প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া ভিন্ন ভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজে প্রশিক্ষণ দিয়েছে প্রায় ৪ হাজার জনকে।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।