বেসিস ইন্সটিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইটিএম) ‘ওয়েব অ্যান্ড ডাটা সিকিউরিটি এবং সফটওয়্যার ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার’ কোর্সের প্রশিক্ষণার্থীদের অনুষ্ঠানের মাধ্যমে সনদপত্র বিতরণ করা হয়েছে।
ডাক টেলিযোগাযোগ তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের পরামর্শক ফখরুজ্জামান কোর্স-সম্পন্নকারীদের হাতে সনদপ্রত্র তুলে দেন।
সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতে উন্নতি সাধনের লক্ষ্যে বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালনায় এটি বিআইটিএম’র উদ্যোগ। তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রসারে প্রতিষ্ঠান দুটি য়ৌথভাবে আরো কিছু প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪