ঢাকা: তথ্য-প্রযুক্তির মাধ্যমে দেশে উন্নয়ন করা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।
ডিজিটাল বাংলাদেশ, স্বপ্ন পূরণের অভিযাত্রা- শীর্ষক বই প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব এর কনফারেন্স লাউঞ্জে তথ্যসেবা বার্তা সংস্থার (টিএসবি) নির্বাহী পরিচালক রহমত আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।
মন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি উন্নয়ন করার জন্য শেখ হাসিনা ২০২১ সাল পর্যন্ত মিশন নিয়ে কাজ করছেন।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে তিনটি উদ্দেশ্য সামনে নিয়ে কাজ করতে হচ্ছে সরকারকে।
১। মানুষের মন জয়, ২। জীবনের উত্থান ও ৩। অগ্রযাত্রা।
ইনু বলেন, এই সরকার প্রযুক্তির মাধ্যমে ব্যবসায়ীদের মন জয় করতে পেরেছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনেকের উত্থান হয়েছে। আর বিশ্বের সঙ্গে সমতলভাবে চলার জন্য কাজ করতে পারছে অনেকে।
খালেদা জিয়াকে উদ্দ্যেশ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনা প্রথম যখন ডিজিটাল বাংলাদেশ গঠন করার ঘোষণা দিয়েছিলেন তখন খালেদা জিয়া হেসেছিলেন। এবং তৎকালীন সংসদে বিরোধী দলের আসনে দাঁড়িয়ে বলেছিলেন, ডিজিটাল বাংলাদেশ আবার কি? ডিজিটাল গরু হতে পারে।
কিন্ত বাংলাদেশের সাধারণ মানুষ এখন ডিজিটাল বাংলাদেশের অনেক উপকার অনুভব করছে। বাংলাদেশের মানুষের কাছে আস্তে আস্তে এই তথ্যপ্রযুক্তি প্রিয় হয়ে উঠছে।
তিনি বলেন, আমি রাজাকারের বিরোদ্ধে বলি বলে খালেদা জিয়া আমার ওপর রাগ করেন।
ইনু আরো বলেন, যে সরকার তথ্যপ্রযুক্তি বুঝে তাদের ক্ষমতায় আসা প্রয়োজন। কিন্ত খালেদা জিয়া তথ্য প্রযুক্তি বুঝেন না। তারা ক্ষমতায় এলে এই অগ্রযাত্রা থেকে বাংলাদেশ হোঁচট খাবে।
তথ্যপ্রযুক্তির অপব্যবহার সম্পর্কে মন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি অপব্যবহার করে দেশের সাধারণ মানুষকে বিপদে ফেলবেন। নারীদের অশালীন ছবি ব্যবহার করবেন। এটা সরকার কখনও মেনে নেবে না।
তিনি বলেন, এই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কারাগারে যাবেন, আর কিছু কথিত সাংবাদিক আন্দোলন করবেন সেটা মেনে নিতে পারে না সরকার।
“ডিজিটাল বাংলাদেশ স্বপ্নপূরণের অভিযাত্রা” গ্রন্থ রচনার পটভূমি ও বিষয় উপস্থাপন করেন বইটির গ্রন্থকার অজিত কুমার সরকার।
ডেইলি অবজারভার সম্পাদক ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ডিজিটাল বাংলাদেশ তৈরি করার জন্য সরকার কাজ করছে। তথ্য প্রযুক্তির এমন কোন জায়গা নেই যা দখল করেনি বাংলাদেশ।
তিনি বলেন, আমাদের সময় একটি তথ্য সংগ্রহ করতে অনেক সমস্যার মুখোমুখি হতে হতো। কিন্ত এখন একটি বোতামে টিপ দিয়ে সব কিছু চোখের সামনে তুলে ধরা যায়।
যে দেশ যত বেশি তথ্য প্রযুক্তিতে এগিয়ে, সে দেশ তত বেশি উন্নত মন্তব্য করে ইকবাল সোবহান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য কাজ করে যাচ্ছে।
প্রকাশনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক গোলাম রব্বানী খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪