ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কোডার্স ট্রাস্টের সঙ্গে গ্রামীণ সলিউশনসের পথচলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মে ৩, ২০১৪
কোডার্স ট্রাস্টের সঙ্গে গ্রামীণ সলিউশনসের পথচলা

ঢাকা: বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে বিশ্বমানের দক্ষ তরুণ প্রযুক্তিবিদ তৈরিতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে ড্যানিশ প্রযুক্তি প্রতিষ্ঠান কোডার্স ট্রাস্ট ও বাংলাদেশের প্রযুক্তি জায়ান্ট গ্রামীণ সলিউশনস লিমিটেড (জিএসএল)। গত মাসে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এ সংক্রান্ত একটি স্বাক্ষর হওয়ার পর শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠান দু’টি।



অনুষ্ঠানে ভিডিও বার্তায় ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী মগেন্স জেনসেন বলেন, বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে ডেনমার্ক। উন্নয়ন সহযোগী হিসেবে এরই ধারাবাহিকতায় বাংলাদেশের গ্রামীণ চাকরির বাজার প্রসারণ ও নতুন প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের পদক্ষেপে সহযোগিতা অব্যাহত রাখবো আমরা।

ঢাকায় নিযুক্ত ড্যানিশ দূতাবাস ও ডানিডার প্রতিনিধি অ্যানেতে গালস্কজত বলেন, এ ধরনের পদক্ষেপকে সবসময় সাধুবাদ জানিয়ে যাবে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি নতুন প্রজন্মের কর্মসংস্থান ও শিক্ষা উন্নয়নের সঙ্গে সম্পর্কিত এসব প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোডার্স ট্রাস্টের প্রধান নির্বাহী ফার্দিনান্দ জেরর্ফ, কোডার্স ট্রাস্টের অংশীদার ও স্কাইপির সহ-প্রতিষ্ঠাতা মোর্তেন লান্দ, বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, জিএসএল’র প্রধান নির্বাহী কর্মকর্তা তেহসিন হাসান, কোডার্স ট্রাস্টের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর মারিয়ান্নে হিলতফৎ প্রমুখ। উপস্থিত ছিলেন মালয়েশিয়াভিত্তিক আইটি কোম্পানি ‘কানেক্ট সেভেন’ ও ‘গার্ডিয়ান নেটওয়ার্ক’র প্রতিনিধিরা।

‘লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট’ শীর্ষক এ প্রকল্পের সহযোগী বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল। শুক্রবারের অনুষ্ঠানে প্রতিনিধি দলটি জিএসএল ও কোডার্স ট্রাস্টের নির্বাহীদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করে।

কোডার্স ট্রাস্ট একটি মূলধনী প্রতিষ্ঠান, যারা প্রযুক্তিখাতে বিনিয়োগ করে থাকে, উন্নয়নশীল দেশগুলোতে স্বল্প ব্যয়ে প্রযুক্তি সেবা দেয়।

কোডার্স ট্রাস্টের মূলনীতি হচ্ছে- স্বল্পব্যয়ে মানসম্মত প্রযুক্তি সেবা পৌঁছে দেওয়া। এছাড়াও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গতিশীল করে তরুণদের আউটসোর্সিংসহ নানা ধরনের শিক্ষা দিয়ে থাকে।

আর নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূস ১৯৯৯ সালে গ্রামীণ সলিউশনস লিমিটেড প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি সফটওয়্যার, ক্লাউডসার্ভিস, মোবাইল অ্যাপ্লিকেশনসহ প্রযুক্তিখাতের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে।

প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে গ্রামীণ সলিউশনস বিশ্বের নামিদামি বিভিন্ন জায়ান্ট প্রতিষ্ঠানের সঙ্গে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মে ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।