ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাতগুণ গতির ফ্ল্যাশড্রাইভ ‘জেটফ্লাশ-৭৫০’ বাজারে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মে ৫, ২০১৪
সাতগুণ গতির ফ্ল্যাশড্রাইভ ‘জেটফ্লাশ-৭৫০’ বাজারে

প্রয়োজনীয় তথ্য পরিবহনের অন্যতম অনুসঙ্গ এখন পেনড্রাইভ। সাধারণ পেনড্রাইভগুলো যে গতিতে কাজ করে তা  থেকে সাতগুণ অধিক গতিতে ডাটা আদান প্রদান করে এমনই সুবিধার পেনড্রাইভ দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স।

 

ইউএসবি থ্রি পোর্ট সমর্থিত পাতলা গড়নের ট্রান্সেন্ড জেটফ্লাশ-৭৫০ মডেলের এ পেনড্রাইভের অন্যতম কারিগরি বৈশিষ্ট হচ্ছে ততোধিক সেলে ডাটা স্থানান্তর সুবিধা। দ্রুতগতিই শুধু নয় এটি ব্যবহারকারীর তথ্য নিরাপত্তাতেও যথেষ্ট কার্যকর। মাত্র ১০ গ্রাম ওজনের ট্রান্সেন্ড জেটফ্লাশ-৭৫০ পেনড্রাইভের আকার ৬৯.৫ মিলিমিটার x ১৯.৮ মিলিমিটার x ৮.৮ মিলিমিটার।
সেকেন্ডে ১৩০ মেগাবাইট ডাটা রিড এবং ১৫ মেগাবাইট ডাটা রাইট করে এটি ।

ফ্যাশন আর টেকনলোজির সমন্বিত জেটফ্লাশ-৭৫০ মডেলের ১৬ জিবি ও ৩২ জিবি দুটি ভার্সন রয়েছে। ১৬জিবির দাম ১১’শ এবং ৩২জিবির দাম পড়বে ১৬’শ টাকা।    

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।