ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে সবচেয়ে স্লিম স্মার্টফোন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মে ১১, ২০১৪
বাজারে সবচেয়ে স্লিম স্মার্টফোন

ঢাকা: এপ্রিলের শেষ দিকে ভারতের বাজারে এসেছে চীনভিত্তিক মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিওন’র এলিফ এস৫.৫। হ্যান্ডসেটটিকে এ যাবতকালের সবচেয়ে স্লিম স্মার্টফোন বলে দাবি করছে নির্মাতা প্রতিষ্ঠান।



ভারতের বাজারে স্মার্টফোনটির মূল্য ধরা হয়েছে ২২ হাজার ৯৯৯ রুপি। এপ্রিলের ২৭ তারিখ থেকে ভারতের বাজারে হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে।

এর আগে, মার্চের ১৮ তারিখ থেকে চীনে স্লিম স্মার্টফোনটির বিক্রি শুরু হয়। কোম্পানির অফিসিয়াল অনলাইনেও হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে।  

মেটাল ফ্রেমের এক সিমের হ্যান্ডসেটটিতে অপারেটিংয়ে রয়েছে অ্যান্ড্রয়েডের ৪.২ জেলিবিন ভার্সন। এছাড়া, ৫ ইঞ্চির সুপার অ্যামোলেড পর্দাবিশিষ্ট হ্যান্ডসেটটির প্রসেসর ১.৭ গিগাহার্টজ অক্টাকোর ও ২ জিবি ৠাম।

এলইডি ফ্ল্যাশ সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল ক্যামেরার হ্যান্ডসেটটিতে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ডাটা সংরক্ষণে ইন্টারনাল ধারণ-ক্ষমতা রয়েছে ১৬ গিগাবাইট পর্যন্ত।

কানেকটিভিটিতে রয়েছে থ্রিজি, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, ওয়াই-ফাই ডিরেক্ট, ব্লু-টুথ ৪.০, জিপিএস, ইউএসবি ওটিজি। রয়েছে এফএম রেডিওর সুবিধাও।

অপসারণ সুবিধাহীন হ্যান্ডসেটটির ব্যাটারি ২ হাজার ৩০০ এমএএইচ, এটি ব্যবহারকারীকে টানা একদিনেরও বেশি সময় চিন্তামুক্ত রাখবে।

বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোন দাবি করা হ্যান্ডসেটটির ওজন মাত্র ১৩০ গ্রাম।

বর্তমানে এটি সাদা রঙে পাওয়া গেলেও শিগগিরই কালো, নীল, গোলাপি এবং পারপেল রঙে পাওয়া যাবে বলে জানিয়েছে জিওন।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মে ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।