ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রবির লাউঞ্জ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, মে ১৫, ২০১৪
রবির লাউঞ্জ উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড’র লাউঞ্জ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে কাস্টমার এক্সপেরিয়েন্স সেন্টার নামে নতুন এ লাউঞ্জ উদ্বোধন করা হয়।



কোম্পানির চেয়ারম্যান তান শ্রী গাজ্জালি শেখ আবদুল খালিদ প্রথমে ফিতা কেটে এবং পরে কেক কেটে এ লাউঞ্জের উদ্বোধন করেন।

এ সময় শেখ আবদুল খালিদ বলেন, গ্রাহকের সেবা দেওয়াই হচ্ছে রবি’র প্রথম প্রতিজ্ঞা। সবার আগে মনে রাখতে হবে গ্রাহকই রাজা। তাদের সন্তুষ্টিই মূল কথা। গ্রাহকদের এমন সেবা দিতে হবে যেন তারা বারবার ফিরে আসেন। গ্রাহক যে সেবা পাওয়ার কথা চিন্তা করেন, তাদের কাছে সে সেবা উপস্থাপন করাই রবি’র কাজ।

এসময় পরিচালক সেইচি ইকেদা, হাসনুল সুহাইমি ও মাইকেল ক্যুনার এবং সিওও মাহতাব উদ্দিন আহমেদসহ রবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজধানীর বারিধারায় অবিস্থত যমুনা ফিউচার পার্কে এ লাউঞ্জ উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মে ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।