ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলালিংকের থ্রিজি এখন কুমিল্লায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মে ১৫, ২০১৪
বাংলালিংকের থ্রিজি এখন কুমিল্লায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কুমিল্লায় দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর বাংলালিংকের থ্রিজি সেবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বাংলালিংক রিজিওনাল অফিস থেকে একটি জমকালো র‌্যালির মাধ্যমে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলালিংকের বাণিজ্যিকভাবে চালু করা এই সেবা নতুন কিছু করার প্রত্যয়ে কুমিল্লা শহরের জনগণকে প্রযুক্তির নতুন এক দিগন্তে নিয়ে যাবে। বাংলালিংক থ্রিজি সেবা গ্রাহকদের উচ্চ গতিসম্পন্ন ডাটা কানেক্টিভিটির সুবিধা পাওয়ার ক্ষেত্রে দুর্দান্ত অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেবে। দেশে বাংলালিংকই প্রথম মোবাইল ফোন অপারেটর যারা গ্রাহকদের জন্য মোবাইল টিভি, লোকাল রেডিও অ্যাপস, অডিও-ভিডিও স্ট্রিমিং সার্ভিস এবং আরও কিছু প্রয়োজনীয় মোবাইল পোর্টালসহ থ্রিজি উপযোগী নানা কনটেন্ট নিয়ে এসেছে।

চট্টগ্রামের রিজিওনাল কর্মাশিয়াল হেড মো. ফরহাদ হোসাইন বলেন, বাংলালিংক সব সময়ই প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের টেলিযোগাযোগ প্রযুক্তির নিত্য নতুন সেবার মধ্য দিয়ে অগ্রণী ভূমিকায় থাকে। সেই ধারাবাহিকতায় কুমিল্লায় উদ্বোধন করা হলো থ্রিজি সেবা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার মেয়র মো. মনিরুল হক সাক্কু। এছাড়াও বাংলালিংকের পক্ষ থেকে চট্টগ্রামের রিজিওনাল কর্মাশিয়াল হেড মো. ফরহাদ হোসাইন এবং হেড অফ পিআর অ্যান্ড কমিউনিকেশন শরফুদ্দিন আহমেদ চৌধুরীসহ বাংলালিংকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

গত বছর অক্টোবরে বাণিজ্যিকভাবে বাংলালিংক থ্রিজি সেবার যাত্রা শুরু করে খুব অল্প সময়ের মধ্যেই রাজধানী ঢাকা, খুলনা, বন্দরনগর চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, বগুড়া, রংপুর এবং রাজশাহীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা পৌঁছে দেয়।

বাংলালিংক থ্রিজি সম্মন্ধে বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.banglalink.com.bd/en/services/3g/

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মে ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।