ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১৯ মে থেকে ‘বিডিনগ’ প্রথম আন্তর্জাতিক সম্মেলন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মে ১৭, ২০১৪
১৯ মে থেকে ‘বিডিনগ’ প্রথম আন্তর্জাতিক সম্মেলন

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) আগামী ১৯ থেকে ২৪ মে ঢাকায় বিডিনগ প্রথম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। একইসাথে অনুষ্ঠিত হবে এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) রিজিওনাল মিটিং।



সম্মেলনের অংশ হিসেবে ১৯ থেকে ২২ মে ধানমন্ডিস্থ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিতে টেলিকম ও আইএসপি প্রকৌশলীদের জন্য বিজিপি রাউটিং, নেটওয়ার্ক সিকিউরিটি এবং ভার্চুয়ালাইজেশন ও ক্লাউড কম্পিউটিং বিষয়ে কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হবে। এছাড়া টিউটোরিয়াল ট্র্যাকে রাউটিং রেজিস্ট্রি অটোমেশন, অ্যাডভান্স মাল্টিথোমিং এবং অ্যাপ্লিকেশন ও ট্রান্সপোর্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এপনিক, গুগল, আইক্যান, এনএসআরসি ও সিসকোর বিশেষজ্ঞরা চার দিনের টেকনিক্যাল ওয়ার্কশপ ও টিউটোরিয়াল পরিচালনা করবেন।

২৩ থেকে ২৪ মে বসুন্ধরা সিটির গোল্ড ওয়াটার কনভেনশন সেন্টারে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠিতব্য দুইদিনের বিডিনগ প্রথম সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এতে বিশেষ অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বক্তব্য রাখবেন এপনিক ডিরেক্টর জেনারেল পল উইলসন এবং আইক্যান এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইউ-চুয়াং কোয়েক।

শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডিনগ সভাপতি নুরুল ইসলাম রোমানি এসব তথ্য জানান। তিনি বলেন, বিডিনগ সদস্যদের নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ সম্পাদন, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট এবং বাংলাদেশের জন্য বেটার ইন্টারনেট ব্যবস্থায় সহায়তা করাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য।

বিডিনগ বোর্ড অফ ট্রাস্ট্রির চেয়ারম্যান সুমন আহমেদ সাবিক্ষর বলেন, ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে যেমন- ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স, এশিয়া-প্যাসেফিক রিজিওনাল ইন্টারনেট কনফারেন্স অন অপারেশনাল টেকনোলজিসে  এপনিক তথ্যপ্রযুক্তি পেশাজীবি ও প্রকৌশলীদের অংশগ্রহনে আর্থিকভাবে সহায়তা করতে বিডিনগ একটি তহবিল গঠন করবে।

আরো জানানো হয়, বিডিনগ একটি অলাভজনক সংগঠন। ২০১৩ সালের ১ অক্টোবর যাত্রা করা সংগঠনটি মূলত বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রকৌশলীদের একটি কমিউনিটি হিসেবে কাজ করবে। ফলে, বিডিনগও অন্যান্য দেশ ও রিজিওনের নেটওয়ার্ক অপারেটরস গ্র“প,  “সাউথ এশিয়া নেটওয়ার্ক অপারেটরস গ্র“প (সেনগ),  নর্থ অ্যামেরিকান নেটওয়ার্ক অপারেটরস গ্র“প (ন্যানগ), জাপান নেটওয়ার্ক অপারেটরস গ্র“প (জেনগ), অস্ট্রেলিয়া নেটওয়ার্ক অপারেটরস গ্র“প (অসনগ), এশিয়া প্যাসেফিক রিজিওনাল ইন্টারনেট কনফারেন্স অন অপারেশনাল টেকনোলজিস (অ্যাপ্রিকট) এর সাথে একসাথে কাজ করবে।
সম্মেলন উপলক্ষ্যে এপনিকের ডিরেক্টর জেনারেল পল উইলসন লিখিতভাবে বক্তব্য জানান।

এ বছরের নভেম্বরে কক্সবাজারে বিডিনগের দ্বিতীয় সম্মেলন হওয়ার কথা রয়েছে।

এছাড়া সাংবাদিকদের নেটওয়ার্ক ও ইন্টারনেট বিষয়ক যেকোন কারিগরি তথ্যের জন্য বিডিনগের সাথে যোগাযোগ সহজ করতে বিডিনগ সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে বলে জানানো হয় । তথ্যপ্রযুক্তি প্রকৌশলীদের অনুরুপ তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের জন্যও মেইলিং লিস্ট পরিচালনা করবে বিডিনগ। যাতে সাংবাদিকরা প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সংবাদ সহজে পেতে পারে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিডিনগ সাধারণ সম্পাদক ফখরুল আলম পাপ্পু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডিনগ নির্বাহী কমিটির সদস্য সায়মন সোহেল বারই।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মে ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।