যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী এবং অংশীদারদের বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পে উৎসাহিত করে দেশের সম্ভাবনাময় এ খাতটিকে এগিয়ে নিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আয়োজন ‘ইউএস বাংলাদেশ টেক ইনভেস্টমেন্ট সামিট ২০১৪’ অনুষ্ঠিত হয়েছে।
ক্যালিফোর্নিয়ার সিলিকন ভেলিতে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের ৪ হাজার জ্যেষ্ঠ-প্রযুক্তি পেশাদার এবং ১২০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান বক্তা প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজিব এ ওয়াজেদ বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পের উপর একটি প্রেজনটেশন উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, গত পাঁচবছরে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের রূপকল্প তথ্যপ্রযুক্তি শিল্পের রপ্তানি ২৪ মিলিয়ন থেকে ২০০ মিলিয়নে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী পাঁচবছরে রপ্তানি আয় ১ বিলিয়ন ছাড়িয়ে যাবে এবং ডিজিটাল বাংলাদেশের রূপকল্প যা দেশের তথ্যপ্রযুক্তি অবকাঠামো, ইন্টারনেট সেবা, নাগরিক সেবা, তথ্যনির্ভর শিক্ষাব্যবস্থা তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে দৃঢ়বিশ্বাস ব্যক্ত করেন সজিব এ ওয়াজেদ।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, তথ্যপ্রযুক্তি দেশের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন এবং উন্নয়নে প্রধান সঞ্চালক হিসেবে কাজ করছে। তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য নীতি নির্ধারণ, কারিগরি সহায়তা, সার্বিক সমন্বয়, বাস্তবায়ন করা।
বেসিস সভাপতি শামীম আহসান বলেন, এ সম্মেলনের প্রধান লক্ষ্য আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি যোগাযোগ স্থাপন, নীতি নির্ধারণীর মাধ্যমে দুদেশের সম্পর্ক উন্নয়ন। বাংলাদেশের ১০ কোটি তরুনের অক্লান্ত পরিশ্রমে আগামী ১৫ বছরের মধ্যে বাংলাদেশ শুধু মধ্য-আয়ের দেশই নয় বরং উচ্চ আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ করেন। তিনি আরও জানান, ইউরোপ, আমেরিকা থেকে সরকারি বেসরকারি সহায়তায় আগামী পাঁচবছরে ১ বিলিয়ন রপ্তানির পরিকল্পনা রয়েছে বেসিসের।
প্রধান নির্বাহী টাই গ্লোবাল, পি কে আগারওয়াল বাংলাদেশের উপস্থিতিতে অত্যন্ত আনন্দিত হয়ে বলেন আমি টাই গ্লোবালকে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি শিল্পে ব্যাপক বিনিয়োগের আহ্বান জানাব। আমি বিশ্বাস করি বাংলাদেশের উন্মুক্ত এবং বন্ধুত্বপূর্ণ বৈদেশিক বিনিয়োগের পরিবেশ বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পকে বিশ্বের পরবর্তী তথ্যপ্রযুক্তি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে।
ড. খন্দকার বজলুল হক, চেয়ারম্যান অগ্রণী ব্যাংক, জনাব পি কে আগারওয়াল, বেসিস মহাসচিব রাসেল টি আহমেদ, জনাব এলেন এম. চু, কনগ্রেসনাল এইড, ইউ এস রিপ্রেজেন্টেটিভ অব কংগ্রেসম্যান মিচেল হুন্ডা, টাই সিলিকন ব্যালির প্রতিনিধি জনাব রাজদেশাই এবং জনাব ফরহাদ আলী উক্ত ইউএস বাংলাদেশ টেক ইনভেস্টমেন্ট সামিট এ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভিজিটরদের সামনে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য এবং সেবা প্রদর্শন করেন।
উল্লেখ্য, এ আয়োজনে বেসিসের সহযোগী প্রতিষ্ঠানগুলো হচ্ছে দি ইনডাস ইনট্রাপ্রেনাস (টাই ইউ এস এ), এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, অগ্রণী ব্যাংক লিমিটেড এর অংশীদারিত্বে এবং আইসিটি ডিভিশন, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিয়ার্স অ্যান্ড আর্কিটেক্স (এএবিইএ), আমরা টেকনোলজিস এবং বাংলাদেশ ব্যান্ড ফোরাম।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ১৯, ২০১৪