সিলেট: মোবাইল অ্যাপস বর্তমান সভ্যতার প্রগতি। মোবাইল অ্যাপসের ক্রমবিকাশ এভাবে চলতে থাকলে হয়তো একটা সময় আসবে যখন কম্পিউটার ব্যবহার সীমিত হয়ে যাবে।
বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সিলেট বিভাগীয় ‘মোবাইল অ্যাপ্লিকেশন বুট ক্যাম্প’ উদ্বোধনের সময় একথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ ক্যাম্পের আয়োজন করে।
মোবাইল অ্যাপস একটি বড় আবিষ্কার উল্লেখ করে মন্ত্রী বলেন, এক্ষেত্রে উদ্যোগ একটি বড় বিষয়। মানুষের বুদ্ধির বিকাশের সঙ্গে সঙ্গে প্রযুক্তির বিকাশ ঘটছে। ১৬ কোটি মানুষের দেশে ১০ কোটি গ্রাহক মোবাইল ফোন ব্যবহার করছেন।
তিনি বলেন, মোবাইল অ্যাপস যারা তৈরি করছেন তাদের সংখ্যা বেশি নয়।
তাই অর্থনৈতিকভাবে লাভবান হতে তরুণ প্রজন্মকে এ খাতে যুক্ত হতে আহ্বান জানান অর্থমন্ত্রী।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া প্রমুখ।
দিনব্যাপী এ ক্যাম্পে সিলেট বিভাগের চারটি জেলার ৭শ’ ৫৫ জন অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মে ২১, ২০১৪