ঢাকা: হ্যাকারদের আক্রমণের পর যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট ই-বে’র ব্যবহারকারীদের দ্রুত পাসওয়ার্ড পরিবর্তনের জন্য অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি একইসঙ্গে স্বীকার করেছে, ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরু পর্যন্ত ই-বে’র ডাটাবেজ হ্যাক করা হয়েছিল এবং এখনও এর এনক্রিপ্টেড পাসওয়ার্ড ও নন-ফিন্যান্সিয়াল ডাটা হ্যাকারদের কবলেই রয়েছে।
তবে, অনলাইন কেনাকাটার শীর্ষস্থানীয় সাইটটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্টে অননুমোদিত কোনো কার্যক্রম হয়েছে বলে তাদের কাছে কোনো প্রমাণ নেই।
এছাড়া, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, পাসওয়ার্ড পরিবর্তন ই-বে’র ব্যবহারকারীদের তথ্য সংরক্ষিত রাখার সবচেয়ে নিরাপদ উপায়।
ই’বে-র কর্পোরেট সাইটে ব্যবহারকারীদের দ্রুত পাসওয়ার্ড পরিবর্তনের অনুরোধ জানিয়ে বলা হয়, কয়েকজন কর্মকর্তার লগ-ইন আইডি হ্যাক করার পর হ্যাকাররা ই-বে’র ডাটাবেজে আক্রমণ করে কিছু নন-ফিন্যান্সিয়াল তথ্য হস্তগত করে নিয়েছে।
হ্যাকড তথ্যের মধ্যে রয়েছে, ই-বে ব্যবহারকারীদের নাম, এনক্রিপ্টেড পাসওয়ার্ড, ইমেইল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস, ফোন নাম্বার ও জন্মতারিখ ইত্যাদি।
তবে, হ্যাকারদের এ আক্রমণে কোনো ফিন্যান্সিয়াল তথ্য আক্রান্ত হয়নি বলে দাবি করা হয়েছে ই-বে’র পক্ষ থেকে
এছাড়া, অন্য সাইট ব্যবহারের ক্ষেত্রেও লগ-ইন তথ্য আপডেটের পরামর্শ দিয়েছে ই-বে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ২১, ২০১৪