ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হয়ে গেল কোড ওয়ারিওর চ্যালেঞ্জ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মে ২৪, ২০১৪
হয়ে গেল কোড ওয়ারিওর চ্যালেঞ্জ

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইফরমেশন সার্ভিসেসের কার্যালয়ে আয়োজিত ‘বেসিস কোড ওয়ারিওরস চ্যালেঞ্জ ২০১৪’র নৈবত্তিক পরীক্ষায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কোম্পানি থেকে ৮০ টি দল অংশগ্রহন করেন। প্রথম ধাপে অনুষ্ঠিত এ নৈবক্তিক পরীক্ষায় নির্বাচিতরা আগামী গ্র“মিং সেশনে অংশগ্রহণ করবে।

পরবর্তীতে আগামী ৩০, ৩১ মে টানা ছত্রিশ ঘণ্টার রুদ্ধদ্বার বুট ক্যাম্পের মাধ্যমে নির্বাচিত হবে এবারের কোড ওয়ারিওর চ্যালেঞ্জের সেরা কোম্পানি এবং বিশ্ববিদ্যালয়।

‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪’র গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তৃতীয়বারের মত বেসিস, বি আই টি এম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে কোড ওয়ারিওর চ্যালেঞ্জ ২০১৪।

উল্লেখ্য, এবারের কোড ওয়ারিওর চ্যালেঞ্জ একটি আন্ত:বিশ্ববিদ্যালয় এবং আন্ত:প্রাতিষ্ঠানিক কোডিং প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব অ্যাপ্লিকেশন ডেভলপমেন্ট দুটি বিভাগ রয়েছে। আগামী ৬ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ডের অ্যাওয়ার্ড নাইটে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।