ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পান্ডা সিকিউরিটি নিয়ে কর্মশালা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মে ২৪, ২০১৪
পান্ডা সিকিউরিটি নিয়ে কর্মশালা

গ্লোবাল ব্র্যান্ড লিমিটেডের আয়োজনে নারায়ণগঞ্জে পান্ডা সিকিউরিটি পণ্যের উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি রেষ্টুরেন্টে দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় গ্লোবাল ব্র্যান্ডের নারায়ণগঞ্জের ডিলার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

অুনষ্ঠানে পান্ডা সিকিউরিটি পণ্যের বৈশিষ্ট্যসমূহ এবং কম্পিউটারকে ভাইরাস থেকে কিভাবে সুরাক্ষিত রাখা যায় তা নিয়ে আলোকপাত করা হয়।

কর্মশালাটি পরিচালনা করেন পান্ডা সিকিউরিটি পণ্য ব্যবস্থাপক গোলাম মর্তুজা আজিম। এছাড়া গ্লোবাল ব্র্যান্ডের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সমীর কুমার দাস, সহকারী চ্যানেল বিক্রয় ব্যবস্থাপক হারুন-উর-রশিদ মিথুন প্রমুখ উপস্থিত থেকে ডিলারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তথ্য মতে, পান্ডা সিকিউরিটি পণ্যের সুবিধা, কারিগরী বৈশিষ্ট্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ডিলার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করাই ছিল কর্মশালাটির মূল উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।