নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার ওয়াইফাই এর আওতায় আসছে। এখন থেকে বিনামূল্যে লোকজন পাবে ইন্টারনেট সেবা।
সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম শহীদ মিনারে এসে এ ওয়াইফাই কার্য্যক্রমের পরীক্ষামূলক উদ্বোধন করেন।
এসময় ইউএনও বাংলানিউজকে জানান, জেলা প্রশাসকের নির্দেশে এ ওয়াইফাই কার্য্যক্রম শুরু হলো। সোমবার সন্ধ্যায় পরীক্ষামূলক চালু হয়েছে। তবে আগামী দুই একদিনের মধ্যে পুরোপুরি চালু হবে। প্রাথমিকভাবে ১২৮ কেপিএস স্পিডে প্রথম লগ ইন করা ৩০ জন বিনামূল্যে ওয়াই ফাই চালাতে পারবে। তবে দ্রুত এর সংখ্যা বাড়ানো হবে।
ইএনও আরো জানান, শহীদ মিনারে প্রচুর লোকজনের সমাগম ঘটায় এ স্থানটিকেই বেছে নেওয়া হয়েছে।
এর আগে সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হল মিলনায়তনে নারায়ণগঞ্জে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৪ এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিনামূল্যে শহীদ মিনারে ওয়াইফাই চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের মহাপরিচালক কবির বিন আনোয়ার।
মেলায় ৩৩টি স্টল রয়েছে। জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষ ও তথ্য প্রযুক্তি) নুরুন আখতার প্রমুখ।
বাংলাদেশ সময় : ১৭২৭ ঘণ্টা, মে ২৬, ২০১৪